Lakshadweep : প্রধানমন্ত্রীর সফরের পর গুগল সার্চে সেরা গন্তব্যস্থান হিসেবে উঠে আসছে লাক্ষাদ্বীপের নাম
প্রধানমন্ত্রীর সফরের পর সমুদ্র সৈকত হিসেবে গুগলে বহুবার সার্চ হয়েছে লাক্ষাদ্বীপের নাম
মালদ্বীপ বিতর্কে এবার পছন্দের তালিকায় উঠে আসতে শুরু করেছে লাক্ষাদ্বীপ। পর্যটকদের ঘোরার ক্ষেত্রে এতদিন মালদ্বীপ অন্যতম গুরুত্বপূর্ণ স্থান ছিল। কিত্নু প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপ সফর এবং মালদ্বীপের মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর গুগলে লাক্ষাদ্বীপের নাম সার্চ করা যেন বেড়েছে অনেকটাই।
ঘটনার পর থেকে স্থানীয় দ্বীপগুলিতে যাওয়ার ক্ষেত্রে আওয়াজ তুলেছেন বলিউড সেলিব্রেটি থেকে ক্রিকেটাররা। এছড়া প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপে পর্যটন করার আবেদনেও সাড়া দিয়েছেন অনেকেই।
মালদ্বীপে যাওয়া বিশাল সংখ্যাক বেশিরভাগ পর্যটকই ভারতীয়। প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফরের পর মালদ্বীপের উপমুখ্যমন্ত্রীর তরফে কুরুচিকর মন্তব্য করে প্রধানমন্ত্রীকে আক্রমন করা করা হয়। যা সেখানকার সরকার এই মন্তব্য ব্যক্তিগত বলে নিজেদের দুরত্ব বজায় রেখেছে।
বিদেশমন্ত্রকের তরফে মুসা জামির এই ঘটনার পরিপ্রেক্ষিতে সাফাই দিয়েছেন। এবং ভারত এবং মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি।
এতকিছুর পরেও অনেক ভ্রমন সংস্থাও মালদ্বীপের টিকিট বাতিল করেছেন। তারা এই পরিস্থিতিতে দেশের পাশে রয়েছেন বলে বার্তাও দিয়েছেন। তবে এই ঘটনার পর লাক্ষাদ্বীপে যে পর্যটকদের আগমন আগের থেকে যে আরও বাড়বে সেই বিষয়ে কোন সন্দেহ নেই।