Kuwait Building Fire: দেশে ফিরছে কুয়েত অগ্নিকাণ্ডে মৃত ৪৫ ভারতীয়র নিথর দেহ, 'ঘরের ছেলেদের' জন্য প্রস্তুত কোচি বিমানবন্দর
বুধবার ভোরে কুয়েতের মাঙ্গাফ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের বাসিন্দাদের মধ্য়ে অধিকাংশই ছুলেন ভারতীয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। জানা গিয়েছে, ওই বহুতলের একটি রান্নাঘর থেকে ছড়ায় আগুন। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের।
নয়াদিল্লিঃ কুয়েতের বহুতলে অগ্নিকাণ্ডে (Kuwait Building Fire) অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪৫ জন ভারতীয়র। তাঁদের মধ্যে কিছুজনের দেহ সনাক্ত করা গিয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন কেরলের (Kerala), ৭ জন তামিলনাড়ুর, ৩ জন উত্তরপ্রদেশ, ২ জন ওড়িশার বাসিন্দা। এ ছাড়া মৃতদের মধ্যে রয়েছেন বিহার, পঞ্জাব, কর্ণাটক, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গের (West Bengal) একজন করে বাসিন্দা। আজ, শুক্রবার দেশে ফিরছে তাঁদের নিথর দেহ। শুক্রবার ভোরে কুয়েতের উদ্দেশে রওনা দিয়েছে বায়ুসেনার একটি বিমান। সকাল ১০.৩০ টায় কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে (Cochin International Airport) অবতরণ করার কথা বিমানটির। যেহেতু মৃতদের অধিকাংশ কেরলের বাসিন্দা তাই আগে কোচি বিমানবন্দরে থামছে বায়ুসেনার বিমান। তারপর যে সকল নিহতদের বাড়ি উত্তর এবং পূর্ব ভারতের রাজ্যগুলিতে, তাঁদের দেহ নিয়ে দিল্লির দিল্লির উদ্দেশে রওনা দেবে সেটি। এই বিমানে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। বিমানবন্দরেই রাখা থাকছে শববাহী অ্যাম্বুল্যান্স। 'ঘরের ছেলেদের' ঘরে ফেরাতে প্রস্তুত কেরল বিমানবন্দর। সারি দিয়ে দাঁড়িয়ে অ্যাম্বুল্যান্স। শুধু এ বার তাঁদের ফেরার পালা।
এই খবরটিও পড়ুনঃ কুয়েতে আগুনে ঝলসে মৃত ১১ জন কেরলের বাসিন্দা, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস কেরল সরকারের
প্রসঙ্গত, বুধবার ভোরে কুয়েতের মাঙ্গাফ এলাকায় একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের বাসিন্দাদের মধ্য়ে অধিকাংশই ছুলেন ভারতীয়। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। জানা গিয়েছে, ওই বহুতলের একটি রান্নাঘর থেকে ছড়ায় আগুন। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের। মৃতদের মধ্যে ৪৫ জনই ভারতীয়। এখনও বেশকিছু দেহ সনাক্তকরণের কাজ চলছে।