Kulgam Encounter:আলমারি যখন গোপন বাঙ্কারের প্রবেশপথ, কোথায় থাকত কুলগামে এনকাউন্টারে নিহত জঙ্গিরা? প্রকাশ্যে এল ভিডিয়ো
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত চলছে। জঙ্গিদের মদত দেওয়ার পিছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কাশ্মীরের মাদেরগামে এক ভিন্ন এনকাউন্টেরে মৃত্যু হয়েছে ফয়সল এবং আদিল নামে দুই জঙ্গির।
নয়াদিল্লিঃ বাড়ির নীচে গোপন বাঙ্কার (Banker) । আর সেই বাঙ্কারে ঢোকার পথ হল আলমারি (Almira)। এই বাঙ্কারই ছিল জঙ্গিদের (Terrorist) আস্তানা। শনিবার রাতভর জম্মু কাশ্মীরের (Jammu Kashmir) কুলগামের (Kulgam) চিন্নিগামে (Chinnigam) সেনা (Army) এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলে। সেনার গুলিতে নিকেশ হয় চার জঙ্গি। পালটা জঙ্গিদের গুলিতে শহিদ হন সেনাবাহিনীর দুই জওয়ান। জঙ্গিদের মধ্যে সকলেই হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল। শুধু তাই নয়, নিহত জঙ্গিদের মধ্যে একজন আবার হিজবুল কমান্ডার ছিলেন। শনিবার দু'পক্ষের গুলির লড়াইয়ের পর একটি বাড়িকে কার্যত ভেঙে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই সময়ই এই বাড়িতে একটি গোপন বাঙ্কারের হদিশ মেলে। জানা গিয়েছে স্থানীয়দের সহায়তায় সেখানে থাকত ইয়ারার বশির দার,জাহির আহমেদ দার, তহিদ আহমেদ রাদার এবং শাকিল আহ ওয়ানি নামে চার জঙ্গি। এনডিটিভির প্রকাশিত জঙ্গি দমন অভিযানের একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, কীভাবে এই আলমারিটিকে যাতায়াতের পথ হিসাবে ব্যবহার করে বাঙ্কারে প্রবেশ করত জঙ্গিরা। এই ভিডিয়োতে দেখা গিয়েছে কীভাবে একে-একে এই নকল আলমারিকে প্রবেশ পথ হিসেবে ব্যবহার করে বাঙ্কারে উঠে ভ্যানিশ হয়ে যাচ্ছে জঙ্গিরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত চলছে। জঙ্গিদের মদত দেওয়ার পিছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান।
দেখুন সেই ভিডিয়ো