MP High Court refused defamation Case: কামাল রশিদ খানের বিরুদ্ধে মানহানির মামলা নাকচের আবেদন খারিজ করল মধ্যপ্রদেশ হাইকোর্ট

বির্তকিত মন্তব্য করে বরাবরই শিরোনামে উঠে আসেন এই অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কমল রশিদ খান, এবার তার উপরে চটলেন বলিউডের ছিমছাম, নরম স্বভাবের মানুষ অভিনেতা মনোজ বাজপেয়ীও

Manoj Bajpai against Actor KRK Photo Credit: Twitter@LiveLawIndia

বিতর্ক আর কামাল রশিদ খান(KRK) যেন সবসময় হাত ধরাধরি করে চলেন। বির্তকিত মন্তব্য করে বরাবরই শিরোনামে উঠে আসেন এই অভিনেতা তথা স্বঘোষিত চিত্র সমালোচক কামাল রশিদ খান (Kamal Rashid Khan)।এবার তার উপরে চটলেন বলিউডের ছিমছাম, নরম স্বভাবের মানুষ অভিনেতা মনোজ বাজপেয়ীও।এমনিতে বিতর্ক থেকে শত হস্ত দূরেই থাকতে পছন্দ করেন অভিনেতা, কিন্তু এবার বুঝি তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। কামাল আর খানের বিরুদ্ধে মানহানির মামলা করলেন মনোজ বাজপেয়ী। তার অভিযোগ, ট্যুইটারে মাধ্যমে মনোজের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছেন কামাল। এর জেরেই  কামাল রশিদ খান(KRK)এর বিরুদ্ধে অপরাধমূলক মানহানির মামলা করেছেন মনোজ। আর সেই মামলা খারিজের আবেদন নাকচ করে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট।