Kota Kidnapping Case Update: বন্ধুদের সঙ্গে মিলে ৩০ লাখ টাকা মুক্তিপণ চেয়ে বাবার কাছে হাত-পা বাঁধা ছবি, অপহরণের গল্প ফেঁদে পলাতক ছাত্রী
কোটা শহরের এসপি ডাঃ অমৃতা দুহান জানান, এখনও পর্যন্ত ওই ছাত্রীর হদিস পাওয়া যায়নি। তাকে নিরাপদে দেশে ফেরার আবেদন জানানো হয়েছে। অভিযুক্ত ছাত্রী সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ২০০০০ টাকা নগদ পুরস্কারও ঘোষণা করা হয়েছে।
গত রবিবার রাজস্থানের কোটায় মধ্যপ্রদেশের শিবপুরির এক ছাত্রীর অপহরণের খবর আসে। খবরে বলা হয় অপহরণকারীরা ৩০ লাখ টাকা মুক্তিপণও দাবি করেছে।অপহরণকারীরা ছাত্রীর বাবার কাছে দড়ি দিয়ে বাঁধা তাঁর ছবিও পাঠিয়েছিল এবং ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল।
পরিবারের লোকজন জানায়,মেয়েটি পড়াশোনার জন্য গত বছরের সেপ্টেম্বরে কোটায় চলে যায়। সম্প্রতি তাদের মেয়ের কাছে অপহরণের হুমকি এসেছিল বলেও জানায় ওই অপহৃত ছাত্রী। তাই ঘটনা সামনে আসতেই পরিবারের লোকজন মেয়েটিকে মুক্ত করতে মুক্তিপণ ও পাঠিয়ে দেয়। এরপরই অপহরণের মামলায় বড় মোড় সামনে আসে। পুলিশ জানায়, ওই ছাত্রী তার বন্ধুদের সঙ্গে মিলে নিজেকেই অপহরণ করার ষড়যন্ত্র করেছিল। তার সঙ্গে এরকম কোনো ধরনের ঘটনা ঘটেনি। ওই ছাত্রী বিদেশে যেতে চেয়েছিল, সে কারণেই সে এমন ষড়যন্ত্র করেছে এবং তার পরিবারের কাছে ৩০ লাখ টাকা দাবি করেছে।
কোটা পুলিশ এই ঘটনায় ইন্দোর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করছে। ধৃত যুবক সাগর জেলার বাসিন্দা। কোটা শহরের এসপি ডাঃ অমৃতা দুহান জানান, এখনও পর্যন্ত ওই ছাত্রীর হদিস পাওয়া যায়নি। তাকে নিরাপদে দেশে ফেরার আবেদন জানানো হয়েছে। অভিযুক্ত ছাত্রী সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ২০০০০ টাকা নগদ পুরস্কারও ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে ছাত্রীর অপহরণের চিত্রনাট্য লেখা ছিল তার এক বন্ধুর বাড়ির রান্নাঘরে। সেই রান্নাঘর থেকেই ছাত্রীর হাত-পা বাঁধা ছবি পাঠানো হয়েছে। বাকি অভিযুক্ত ছাত্রের খোঁজে আলাদা টিমও গঠন করা হয়েছে।