Khalistani Terrorist Killing Row: কানাডায় খালিস্তানি জঙ্গি খুন, প্রধানমন্ত্রীকে সবিস্তারে জানালেন বিদেশমন্ত্রী

সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে। তাঁদের দেশের গোয়েন্দা সংস্থার হাতে এমন তত্য এসেছে। ট্রুডোর দাবির পর তা নস্যাৎ করে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।

PM Modi, Jaishankar (Photo Credit: Instagram)

দিল্লি, ২০ সেপ্টেম্বর: কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় পারদ চড়ছে।  হরদীপ সিংয়ের খুনের ঘটনায় কানাডা এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ যখন চড়ছে, সেই সময় সংসদে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কানাডা ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিস্তারিতভাবে সমস্ত কিছু জানান জয়শঙ্কর।  সূত্রের তরফে মিলছে এমন খবর।

সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, হরদীপ সিং নির্জ্জরের খুনের ঘটনায় ভারত যোগ রয়েছে। তাঁদের দেশের গোয়েন্দা সংস্থার হাতে এমন তথ্য এসেছে।  ট্রুডোর দাবির পর তা নস্যাৎ করে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।  হরদীপ সিংয়ের খুনের ঘটনায় কানাডা যে দাবি করছে, তা অযৌক্তিক বলে দাবি করে দিল্লি। হরদীপ সিং খুনের ইস্যুতে দুই দেশের পারদ চড়তে শুরু করে।

এরপর কানাডায় থাকা ভারতের কূটনীতিককে বহিষ্কার করে জাস্টিন ট্রুডো সরকার।  যে খবর আসার এক ঘণ্টার মধ্যে কানাডার কূটনীতিককে ভারত থেকে পালটা বহিষ্কার করা হয়।  শুধু তাই নয়, কানাডার কূটনীতিককে আগামী ৫ দিনের মধ্যে ভারত ছাড়তে হবে বলে জানিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের তরফে।