Khalistani Row: পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, মুখ খুলল ভারত
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, আন্তর্জাতিকস্তরে অপরাধ, পাচার, বন্দুকবাজ এবং চরমপন্থীদের বাড়বাড়ন্ত রুখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির তদন্তে যা উঠে আসবে, তা নিয়ে পর্যালোচনা করা হবে বলে মন্তব্য করেন অরিন্দম বাগচি।
দিল্লি, ৩০ নভেম্বর: খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনকে (Gurpatwant Singh Pannun ) হত্যার ষড়যন্ত্র বানচাল করা হয়েছে মার্কিন মুলুকে (US)। পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেছেন নিখিল গুপ্তা নামে এক ভারতীয়। এমন দাবির পর বিষয়টি নিয়ে যখন জোর শোরগোল শুরু হয়, তখন ফের ভারতের (India) তরফে এ বিষয়ে মুখ খোলা হয়। ভারতের নিখিল গুপ্তার বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করা হয় বলে যে দাবি করা হচ্ছে, তা যথেষ্ঠ উদ্বেগের। শুধু তাই নয়, বিষয়টি সরকারি নীতির পরিপন্থী বলেও উল্লেখ করা হয় দিল্লির (Delhi) তরফে।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, আন্তর্জাতিকস্তরে অপরাধ, পাচার, বন্দুকবাজ এবং চরমপন্থীদের বাড়বাড়ন্ত রুখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট কমিটির তদন্তে যা উঠে আসবে, তা নিয়ে পর্যালোচনা করা হবে বলে মন্তব্য করেন অরিন্দম বাগচি।
আরও পড়ুন: Khalistani Row: খালিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িয়ে ভারতীয় ব্যক্তি, অভিযোগ আমেরিকার
প্রসঙ্গত ৫২ বছর বয়সী গুরপতওয়াত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করেন নিখিল গুপ্তা নামে এক ভারতীয়। নিউ ইয়র্কে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ। এমন দাবির পর থেকেই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়। এরপরই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি মুখ খোলেন।