Amritpal Singh: 'আমি পালাইনি, শিগগিরই সবার সামনে আসব', নয়া ভিডিয়োতে দাবি খালিস্তানি অমৃতপাল সিংয়ের

ওয়ারিস পাঞ্জাব দে-র নেতা তাঁর পরিবারকে মনের জোর সঞ্চয় করতে বলেন। যে রাস্তায় তিনি চলছেন, তা কাঁটা বিছনো পথ বলেও মন্তব্য করেন অমৃতপাল।

Amritpal Singh (Photo Credit: File Photo)

দিল্লি, ৩১ মার্চ: নয়া ভিডিয়ো প্রকাশ্যে আনলেন খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। যেখানে ওয়ারিস পাঞ্জাব দে-র নেতাকে বলতে শোনা যায়, তিনি পলাতক নন। শিগগিরই সবার সামনে তিনি হাজির হবেন বলে নয়া ভিডিয়োতে দাবি করেন খালিস্তানি নেতা। বৃহস্পতিবার অমৃতপাল সিং যে ভিডিয়ো প্রকাশ্যে আনেন, সেখানে জানান, তিনি পলতাক নন তবে বিদ্রোহী। তিনি কোথাও পালিয়ে যাননি।  শিগগিরই গোটা পৃথিবীর মানুষের সামনে হাজির হবেন। পাশাপাশি এও বলেন, 'তিনি সরকারকে ভয় পান না।  তাই তাঁর বিরুদ্ধে সরকারের যা ইচ্ছা, তাই করে নিতে পারে। অমৃতপাল সিংয়ের কথায়, কেউ যদি তাঁকে মারতে চান, তাহলেও তিনি ভয় পান না।'

ওয়ারিস পাঞ্জাব দে-র নেতা তাঁর পরিবারকে মনের জোর সঞ্চয় করতে বলেন। যে রাস্তায় তিনি চলছেন, তা কাঁটা বিছনো পথ বলেও মন্তব্য করেন অমৃতপাল।

আরও পড়ুন: Amritpal Singh: অমৃতপাল সিং আত্মসমর্পণ করতে পারেন স্বর্ণ মন্দিরে? রিপোর্ট

এদিকে অমৃতপাল সিংকে হন্য হয়ে খুঁজছে পাঞ্জাব পুলিশ।  সম্প্রতি হোশিয়ারপুর থেকে অমৃতপাল সিং পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছেন বলে খবর।  অন্যদিকে খালিস্তানি নেতা নেপালে পালিয়ে যেতে পারেন বলে সে দেশের সরকারকেও সতর্ক করা হয়েছে দিল্লির তরফে।