Kerala: মৃত্যুর আগেও ভিডিয়ো পোস্ট, কেরলে ইউটিউবার দম্পতির দেহ উদ্ধার ঘিরে রহস্য, আত্মহত্যা নাকি খুন!

দেহ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করেছে। তা থেকেই পুলিশের অনুমান, দম্পতির মৃত্যু এক দুদিন আগেই হয়েছে।

Kerala YouTuber Couple Found Dead (Photo Credits: X)

কেরলে (Kerala) বাড়ি থেকে উদ্ধার হল ইউটিউবার দম্পতির দেহ। মারা যাওয়ার আগে অবধিও ইউটিউবে ভিডিয়ো পোস্ট করেছিলেন ওই দম্পতি। রবিবার পরসালা শহরে নিজেদের বাড়ি থেকেই ইউটিউবার দম্পতির (YouTuber Couple) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে দম্পতির মৃত্যু দিন দুই আগেই হয়েছে বলে আশঙ্কা করছে পুলিশ। মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি খুন! সেই প্রশ্নের উত্তরই ভাবাচ্ছে পুলিশকে। তবে পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। ইউটিউবার দম্পতির এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় হতবাক প্রতিবেশীরাও।

স্থানীয় সূত্রে খবর, কয়েক দিন ধরেই পাড়ায় দেখা যাচ্ছিল না ওই ইউটিউবার দম্পতিকে (YouTuber Couple)। বাড়িতে ডেকেও সারা শব্দ মেলেনি। এদিকে বাড়ি থেকে পচা গন্ধ ছড়াতে শুরু করে। সেই দুর্গন্ধ পেয়েই প্রতিবেশীরা খবর দেয় পুলিশে। পুলিশ এসে বাড়ির দরজা ভেঙতেই চোখ কপালে ওঠে সকলের। ঘরের ভিতর সিলিংয়ের সঙ্গে ঝুলছে সেলভারাজের (৪৫) দেহ। পাশেই বিছানায় শোয়ানো স্ত্রী প্রিয়ার (৪০) মৃতদেহ। দেহ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করেছে। তা থেকেই পুলিশের অনুমান, দম্পতির মৃত্যু এক দুদিন আগেই হয়েছে।

পুলিশ জানাচ্ছে, দেহ দুটি উদ্ধার করে ময়ানাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে হবেই মৃত্যুর কারণ আত্মহত্যা নাকি খুন তা স্পষ্ট হবে। দম্পতির বাড়ি থেকে কোন সুইসাইড নোট উদ্ধার হয়নি ঠিকই। তবে ঘটনাটকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। আর যদি আত্মহত্যাই হয়ে থাকে তাহলে তার সম্ভাব্য সকল কারণ খুঁজে বার করার চেষ্টা করা হবে। অপেক্ষা কেবল ময়নাতদন্তের রিপোর্টের।

জানা গিয়েছে, সেলভারাজ এবং প্রিয়া মিলে ইউটিউবে 'সেলু ফ্যামিলি' নামে একটি চ্যানেল চালাতেন। তাদের চ্যানেলের প্রায় 18,000 সাবস্ক্রাইবার রয়েছে। চ্যানেল থেকে 1,400টিরও বেশি ভিডিয়ো পোস্ট করেছিলেন দম্পতি। এমনকি শুক্রবার রাতেও একটি ভিডিয়ো পোস্ট করা হয় ওই চ্যানেল থেকে। যা সেলু ফ্যামিলির শেষ ভিডিয়ো।



@endif