Kerala Trans Couple Expecting Baby: কেরলের ট্রান্স দম্পতি সন্তানের অপেক্ষায়, ভারতের প্রথম 'ট্রান্সম্যান' অন্তঃসত্ত্বা

জিয়া জন্মগত পুরুষ হলেও নিজেকে নারীতে রূপান্তরিত করেন। অন্যদিকে জাহাদ মহিলা হিসেবে জন্ম নিলেও নিজেকে পরে পুরুষে রূপান্তরিত করেন। ফলে জাহাদ আপাতত অন্তঃসত্ত্বা।

Trans Couple In Kerala (Photo Credit: Instagram)

দিল্লি, ৩ ফেব্রুয়ারি: কেরলের (Kerala) ট্রান্সজেন্ডার দম্পতি জিয়া এবং জাহাদ তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায়। ট্রান্সজেন্ডার কাপল জিয়া, জাহাদের সন্তানের জন্ম হবে চলতি বছরের মার্চ মাসে। ফলে অন্তঃসত্ত্বা হওয়ার পর এবার নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন জিয়া এলং জাহাদ নামে ওই ট্রান্সজেন্ডার দম্পতি। গত তিন বছর ধরে জিয়া এবং জাহাদ একসঙ্গে রয়েছেন। জিয়া জন্মগত পুরুষ হলেও নিজেকে নারীতে রূপান্তরিত করেন। অন্যদিকে জাহাদ মহিলা হিসেবে জন্ম নিলেও নিজেকে পরে পুরুষে রূপান্তরিত করেন। ফলে জাহাদ আপাতত অন্তঃসত্ত্বা। শুধু তাই নয়, ভারতে জাহাদই প্রথম ট্রান্সজেন্ডার পুরুষ যিনি সন্তানসম্ভবা। এমনই দাবি করা হচ্ছে।

 

 

View this post on Instagram

 

জানা যাচ্ছে, জাহাদ যখন নারী থেকে পুরুষে রূপান্তরিত হওয়ার মধ্যে দিয়ে যাাচ্ছেন, সেই সময় তাঁর স্তন বাদ দেওয়ার কথা ছিল। কিন্তু অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় জাহাদের নারী শরীর রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় খামতি পড়ে। তবে পরে জাহাদের শরীরে ছুরি, কাঁচি চালিয়ে তাঁকে পুরুষে রূপান্তরিত করেন চিকিৎসকরা। জাহাদের গর্ভে যে সন্তানের জন্ম হবে, তাকে মিল্ক ব্যাঙ্ক থেকে দুধ খাওয়ানো হবে বলে সিদ্ধান্ত নেন ওই ট্রান্সজেন্ডার দম্পতি।