Kerala Shocker: যৌনতায় বাধা, ঘনিষ্ঠ হতে না পেরে স্ত্রীর গলায় কাপড় জড়িয়ে নৃশংস খুন স্বামীর
মালাপুরমের মানারকাদের বাসিন্দা মহম্মদ রফিকের স্ত্রী ফাতিমা ফানার সাড়ে চার বছরের এক সন্তান রয়েছে। ঘুমন্ত সন্তানকে পাশে রেখেই রফিক স্ত্রীর গলায় কাপড় জড়িয়ে তাঁকে খুন করে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
মালাপুরম, ১০ এপ্রিল: শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে না চাওয়ায় স্ত্রীকে খুন করল স্বামী (Husband)। স্ত্রীর সম্পর্ক রয়েছে অন্য ব্যক্তির সঙ্গে। এমন সন্দেহের বশে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে যান স্বামী। জোর করায় বাধা দেন স্ত্রী (Wife)। এরপরই স্ত্রীর গলায় কাপড় জড়িয়ে তাঁকে খুন করে মহম্মদ রফিক নামে বছর পয়ত্রিশের এক ব্যক্তি। কেরলের (Kerala) মালাপুরমের এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই, চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, মালাপুরমের মানারকাদের বাসিন্দা মহম্মদ রফিকের স্ত্রী ফাতিমা ফানার সাড়ে চার বছরের এক সন্তান রয়েছে। ঘুমন্ত সন্তানকে পাশে রেখেই রফিক স্ত্রীর গলায় কাপড় জড়িয়ে তাঁকে খুন করে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
জানা যাচ্ছে, শনিবার রাতে ছেলে ঘুমিয়ে পড়লে রফির স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চান। ফাতিমা বাধা দিলে তাঁর হাত জানলায় বেধে রফিক খুন করে বলে প্রাথমিক অনুমান পুলিশের। সকালে ফাতিমার মা মেয়েকে সজ্ঞাহীন অবস্থায় দেখে সাহায্যের জন্য চিৎকার করেন। এরপর স্থানীয়রা ই পুলিশকে খবর দিলে, ফাতিমার মৃতদেহ উদ্ধার করা হয় বলে খবর।