Kerala Rain: এক নাগাড়ে বৃষ্টির জেরে কেরলে প্রাণ গেল ৪ জনের, দুঃখপ্রকাশ রাহুল, প্রিয়াঙ্কার

Kerala Rain.jpg (Photo Credit: Twitter)

একটানা বৃষ্টির জেরে কেরলে (Kerala) ক্রমশ বিপদ বাড়ছে। কেরলের বেশ কিছু অংশে এক নাগাড়ে বৃষ্টির (Rain) জেরে জল বাড়তে শুরু করেছে। কেরলে এক নাগাড়ে বৃষ্টির জেরে পরপর ৪ জনের প্রাণ যায় বলে খবর। ৪ জনের মৃত্যুর খবর পেতেই শোক প্রকাশ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শোক প্রকাশ করেন রাহুল। কংগ্রেস সাংসদ (Congress MP) বলেন, বৃষ্টির জেরে যাঁরা ক্ষতিগ্রস্থ, তাঁদের সঙ্গে রয়েছেন। পাশাপাশি যাঁরা নিজেদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের পরিবারের পাশে কংগ্রেসের কর্মী, সমর্থকরা  সব সময় থাকুন এবং সাহায্য করুন বলেও আবেদন করেন রাহুল গান্ধী। প্রসঙ্গত কেরলের পাশাপাশি উত্তর কর্ণাটকেও শুরু হয়েছে বৃষ্টি। এক নাগাড়ে বৃষ্টির জেরে উত্তর কর্ণাটক থেকে ভূমিধসের খবরও মিলতে শুরু করেছে।

আরও পড়ুন: Indian Coast Guard Rescues 11: এক নাগাড়ে বৃষ্টিতে উত্তাল সমুদ্র, কোচির কাছ থেকে উপকূলরক্ষী বাহিনী উদ্ধার করল ১১ জনকে

দেখুন রাহুলের ট্যুইট...

 



@endif