Kerala Landslide Video: জলের স্রোতে ওয়েনাড়ে ভয়াবহ ভূমিধ্বস, বাড়ছে মৃতের সংখ্যা, রাহুলের প্রাক্তন কেন্দ্র নিয়ে উদ্বেগ খাড়গের
ওয়েনাড়ে ভূমিধ্বসের খবর প্রকাশ্যে আসতেই ট্যুইট করেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। ওয়েনাড়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। একাধিক মৃত্যুর পাশাপাশি যে সমস্ত মানুষ আটকে রয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ান খাড়গে।
দিল্লি, ৩০ জুলাই: একটানা বৃষ্টিতে বিপর্যয় নামল কেরলে (Kerala)। এক নাগাড়ে বর্ষণের (Heavy Rain) জেরে ওয়েনাড়ে (Wayanad) ভূমিধ্বস (Landslide) নামতে শুরু করে। যার জেরে পরপর ৬ জনের মৃত্যু হয়ছে বলে জানা যায়। ৬ জনের মৃত্যুর পাশাপাশি আরও বেশ কিছু মানুষ ভূমিধ্বসে আটকে রয়েছেন বলে খবর। যে সংখ্যাটা ১০০-র কাছাকাছি বলে প্রাথমিক অনুমান। মৃত এবং আটকে থাকা মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন জানান, ভূমিধ্বসের জেরে যে বিপর্যয় নেমে এসেছে, তার সমস্ত সরকারি সংস্থাগুলি উদ্ধারের কাজ শুরু করেছে। বিপর্যয় মোকাবিলায় সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান মুক্যমন্ত্রী পিনরাই বিজয়ন। প্রত্যেকটি সরকারি বিপর্যয় মোকাবিলাকারী দল উদ্ধার কাজ শুরু করেছে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।
ওয়েনাডে ভূমিধ্বসের খবর বিপর্যয় মোকাবিলাকারী দলের পাশপাশি রাজ্যের স্বাস্থ্য দফতর, জাতীয় স্বাস্থ্য মিশনও এক নাগাড়ে কাজ শুরু করেছে বলে কেরলের মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের স্বাস্থ্য দফতর এবং জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। যে কোনও ধরনের অসুবিধায় প্রত্যেকে যাতে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন, সে বিষয়েও পরামর্শ দেন কেরলের মুখ্যমন্ত্রী।
দেখুন ভিডিয়ো...
এদিকে ওয়েনাড়ে ভূমিধ্বসের খবর প্রকাশ্যে আসতেই ট্যুইট করেন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। ওয়েনাড়ের ঘটনা অত্যন্ত দুঃখজনক। একাধিক মৃত্যুর পাশাপাশি যে সমস্ত মানুষ আটকে রয়েছেন, তাঁদের পরিবারের পাশে দাঁড়ান খাড়গে। এই দুর্যোগে ভূমিধ্বসে আটকে পড়া মানুষের পরিবার যাতে মনের জোর পান, সে বিষয়ে মন্তব্য করেন বিরোধী দলেনতা। এই মহাদুর্যোগের সময়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার যাতে একসঙ্গে কাজ করেন, সে বিষয়েও আবেদন জানাতে দেখা যায় কংগ্রেস নেতাকে। পাশাপাশি চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরাও যাতে একযোগে কাজ করেন, সে বিষয়ে আবেদন করেন মল্লিকার্জুন খাড়গে।
দেখুন আরও ভিডিয়ো...
দেখুন খাড়গের ট্যুইট...
প্রসঙ্গত ওয়েনাড়ের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রায়বেরিলি থেকে এবার প্রতিনিধিত্ব করছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ওয়েনাড় থেকে রাহুল গান্ধী সরে দাঁড়ানোয় সেখান থেকে এবার উপনির্বাচনে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। ফলে ওয়েনাড়ে ভূমিধ্বস নামতেই তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় কংগ্রেসের এই প্রথম সারির নেতাকে।