Kerala : পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, নাম না করে কেরলের মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যপালের
পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানিয়েছেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান
কেরল সরকারের সঙ্গে রাজ্যপালের বাক যুদ্ধ জারি। এবার পুলিশকে নিয়ে নতুন মন্তব্য করলেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তিনি জানান কেরলের পুলিশ দেশের মধ্যে সেরা কিন্তু তাঁদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আক্রমন করে তিনি জানান, কান্নুরের ঘটনায় যিনি প্ররোচনা দিয়েছিলেন তিনি এখন আমার পেছনে লেগেছেন।এই মানুষটি যিনি কান্নুরে সমস্যা সৃষ্টি করেছিলেন ভেবেছেন আমাকে হুমকি দেবেন। কিন্তু আমাকে ভয়পাওয়ানো যাবেনা "।
কিছুদিন আগে এয়ারপোর্টে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়ে রাজ্যপালের গাড়ি, কালো পতাকাও দেখানো হয়। ছাত্রদের এই বিক্ষোভের পেছনে মুখ্যমন্ত্রীর ইন্ধন রয়েছে বলে দাবি করেছিলেন রাজ্যপাল আরিফ মহম্মদ খান। এবার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে আরও সুর চড়ালেন তিনি।