Kerala : বিজেপি নেতা খুনের ঘটনায় ১৫ পিএফআই সদস্যকে মৃত্যুদণ্ড আদালতের

২০২১ সালে ২১ শে ডিসেম্বর এসডিপিআই নেতা খুনের কয়েক ঘন্টা পরেই খুন করা হয় বিজেপি নেতা রজনীশ শ্রীনিবাসনকে

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বিজেপি নেতা রজনীশ শ্রীনিবাসন খুনের ঘটনায় ১৫ পিএফআই সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত। অভিযুক্তরা প্রত্যেকে পিএফআই এবং এসডিপিআই দলের সদস্য বলে জানা গেছে।

ম্যাভেলিক্কারা অতিরিক্ত জেলাশাসক ভি জি শ্রীদেবী এই আদেশনামা জারি করেন। এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ করা হয়।

এই বিষয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর প্রতাপ জি পাডিক্কাল জানান,"আদালত এটিকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে জানিয়েছে। ১৫ জনের বিরুদ্ধে মৃত্যুদন্ড নামা জারি করেছে।৬ লক্ষ টাকা জরিমানা হিসেবে গ্রহন করে নিহতের স্ত্রী ও পুত্রকে দেওয়ার আদেশ করা হয়েছে।"

ঘটনাটি ঘটে ২০২১ সালের আলাপুঝা(Alapuzha) এলাকায়। বিজেপি ওবিসি মোর্চার সেক্রেটারি রজনীশ শ্রীনিবাসকে তার মা, স্ত্রী ও মেয়ের সামনেই মরে ফেলা হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে এসডিপিআই নেতা শানের মৃত্যুর বেশ কয়েক ঘন্টা পরেই।