Nipah virus: কেরলের কোঝিকোড়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ১২ বছরের কিশোরের
কেরলের কোঝিকোড়ে (Kozhikode) নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত হয়ে মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ রবিবার একথা জানিয়েছেন। ছেলেটির নমুনা পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। সেই নমুনাতে নিপা ভাইরাস পাওয়া গিয়েছে।
কোঝিকোড, ৫ সেপ্টেম্বর: কেরলের কোঝিকোড়ে (Kozhikode) নিপা ভাইরাসে (Nipah virus) আক্রান্ত হয়ে মৃত্যু হল ১২ বছরের এক কিশোরের। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ রবিবার একথা জানিয়েছেন। ছেলেটির নমুনা পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। সেই নমুনাতে নিপা ভাইরাস পাওয়া গিয়েছে।
মন্ত্রী বলেন, "দুর্ভাগ্যবশত, ছেলেটি রবিবার ভোর ৫টায় মারা যায়। গতকাল রাতে শিশুটির শারীরিক অবস্থা সংকটজনক হয়ে গিয়েছিল। আমরা রাতেই বিভিন্ন দল গঠন করেছি। যারা ছেলেটির সংস্পর্শে এসেছে তাঁদের আইসোলেট করার প্রক্রিয়া শুরু হয়েছে।" আরও পড়ুন: Punjab: পাঞ্জাবের আকাশে পাকিস্তানি ড্রোন, গুলি করে নামাল বিএসএফ
ANI-র টুইট:
২০১৮ সালের মে মাসে কেরলের কোঝিকোড়েই প্রথম নিপা ভাইরাসে আক্রান্তের সন্ধান মেলে। ওই বছরেরই জুন মাস পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়। মোট আক্রান্ত হয়েছিলেন ১৮ জন।