Kerala: ভারী বৃষ্টিপাতের পূর্বাভাষ কেরালায় একাধিক জায়গায় স্কুল বন্ধের সিদ্ধান্ত

স্কুল বন্ধ হলেও কান্নুর ইউনিভার্সিটির পরীক্ষার সূচীর কোন বদল হবে না বলে জানা গেছে

Heavy Rain (Photo Credits: PTI)

বৃষ্টিকে কেন্দ্র করে আবহাওয়া দফতরের সতর্কতার জেরে সোমবার ছুটি ঘোষণা করা হল কেরালার কান্নু, কোঝিকোড় এবং ওয়েনাড়ে।

রবিবার আবহাওয়া দফতরের তরফে এই সমস্ত এলাকাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়। এছাড়া আলাপুঝা, কোট্টায়াম, এর্ণাকুলাম, ইদুক্কি, পালাক্কাড়,  ত্রিশূর এবং মালাপ্পুরমে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা।

যদিও এই ছুটির মধ্যে কান্নুর ইউনিভার্সিটির পরীক্ষার সূচীর কোন বদল হবে না বলে জানা গেছে।৮ জুলাইতে কেরালা এবং লাক্ষাদ্বীপে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে।দিল্লিতেও রবিবার সন্ধ্যেবেলায় যমুনা নদীর জল বাড়িয়ে বৃষ্টিপাত হয়েছে দিল্লিতে।

হাতনিকুন্ড ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে আরও একবার বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে পারে দিল্লি। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে বিশেষ করে নীচু এলাকাগুলির ক্ষেত্রে। সেখানকার বাসিন্দাদের নিরাপদ দুরত্বে সরানোর ব্যবস্থা চলছে বলে জানা গেছে।

 



@endif