Kashmiri Pandit Organisations: শ্রীনগরে মন্দিরের জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ কাশ্মীরি পণ্ডিতদের সংগঠনের

শ্রীনগর শহরে একটি মন্দিরের জমিতে অবৈধভাবে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কাশ্মীরি পণ্ডিতদের একাধিক সংগঠনের।

Photo Credit: IANS

শ্রীনগর: শ্রীনগর পৌরসভার (Srinagar municipal corporation) তরফে বিল্ডিং তৈরির জন্য অনুমতি (building permission) দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) রাজস্ব দফতরের (revenue department) তরফে নো অবজেকশন সার্টিফিকেটও (No Objection Certificate) ইস্যু করা হয়েছে। তারপরও শ্রীনগর (Srinagar) শহরে একটি মন্দিরের জমিতে (Temple land) অবৈধভাবে (illegally) একটি সুপার স্পেশালিটি হাসপাতাল (Super specialty hospital) তৈরি করা হচ্ছে বলে অভিযোগ কাশ্মীরি পণ্ডিতদের একাধিক সংগঠনের (Kashmiri Pandit Organisations)।

গত ২৪ এপ্রিল এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Union Home minister Amit Shah) একটি চিঠিও লিখেছে কাশ্মীরি পণ্ডিতদের একটি সংগঠন কাশ্মীরি পণ্ডিত সংঘর্ষ সমিতি (Kashmir Pandit Sangarash Samiti)। ওই চিঠিতে তারা উল্লেখ করেছে, মন্দিরের ওই জমিটির মালিক হল দুর্গা নাগ ট্রাস্ট (Durga Nag Trust)। জম্মু ও কাশ্মীর হাইকোর্টের তরফে ওই জমিতে কোনও নির্মাণ কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরও সেখানে পারস হাসপাতাল চালানোর চেষ্টা চলছে। এই উদ্যোগ প্রমাণ করে যে কী করে খুব মার্জিত ভাবে মন্দিরের জমি দখলের চেষ্টা চলছে। আর এই সমস্ত ঘটনা থেকে রাজস্ব সংগ্রহ করে তৃতীয় পক্ষ কাশ্মীরি পণ্ডিতদের অনুভূতিতেই আঘাত হানা হচ্ছে।

ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, এই নির্মাণের বিষয়ে একাধিকবার অভিযোগ দায়ের করা হয়েছে। হাইকোর্টের নির্দেশকে বাস্তবায়িত করার অনুরোধ করা হয়েছে। কিন্তু, দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা বোবা ও কালা-র ভূমিকায় অভিনয় করছেন। কোনও অভিযোগের বিরুদ্ধেই ব্যবস্থা নেননি।

কাশ্মীরি পণ্ডিতদের অন্য একটি সংগঠন জেকে পিস ফোরামের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য মন্দিরের ওই জমি অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। আসলে গত ৩৩ বছর ধরে কোনও সরকারই হিন্দু মন্দিরগুলির সম্পত্তি বাঁচানোর চেষ্টা করেনি। উলটে আদালতের নির্দেশ বারবার অমান্য করে কাশ্মীরের সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরের সম্পত্তিগুলো অবৈধভাবে দিয়ে দেওয়া হয়েছে বা ভাড়া বসানো হয়েছে।