Zakir Musa's Successor Abdul Hamid Lelhari Killed: জঙ্গি দমনে বড় সাফল্য, কাশ্মীরে খতম জাকির মুসার উত্তরসূরি আবদুল হামিদ লেলহারিসহ তিন জঙ্গি
সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার কাশ্মীরে (Kashmir) ত্রালে (Tral) নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। সেই এনকাউন্টারে নিকেশ হয়েছে জঙ্গিগোষ্ঠী আল কায়দার ভারতীয় শাখা আনসার ঘাজওয়াত উল হিন্দের (Ansar Ghazwat-ul-Hind) কাশ্মীর ইউনিটের প্রাক্তন প্রধান তথা জাকির মুসার (Zakir Musa) উত্তরসূরি আবদুল হামিদ লেলহারি (Abdul Hamid Lelhar)। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের ক্রালে সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়। তাদের পরিচয় জানা গিয়েছে। তারা হল নাভিদ তাক, জুনেইদ ভাট ও হামিদ লোন ওরফে হামিদ লেলহারি। তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।
শ্রীনগর, ২৩ অক্টোবর: সন্ত্রাস দমনে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার কাশ্মীরে (Kashmir) ত্রালে (Tral) নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই হয় জঙ্গিদের। সেই এনকাউন্টারে নিকেশ হয়েছে জঙ্গিগোষ্ঠী আল কায়দার ভারতীয় শাখা আনসার ঘাজওয়াত উল হিন্দের (Ansar Ghazwat-ul-Hind) কাশ্মীর ইউনিটের প্রাক্তন প্রধান তথা জাকির মুসার (Zakir Musa) উত্তরসূরি আবদুল হামিদ লেলহারি (Abdul Hamid Lelhari)। মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের ক্রালে সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গি খতম হয়। তাদের পরিচয় জানা গিয়েছে। তারা হল নাভিদ তাক, জুনেইদ ভাট ও হামিদ লোন ওরফে হামিদ লেলহারি। তাদের কাছ থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে।
ওসামা বিন লাদেনের আল কায়দা জঙ্গি গোষ্ঠীর ভারতীয় শাখা আনসার ঘাজওয়াত উল হিন্দ-এর দায়িত্ব ছিল হামিদের হাতে। এর আগে এই দায়িত্ব সামলাতো জাকির মুসা। প্রাক্তন হিজবুল জঙ্গিনেতা জাকির মুসা চলতি বছরই মে মাসে জম্মু কাশ্মীরের ত্রাল এলাকায় এনকাউন্টারে খতম হয়। তারপরেই আবদুল হামিদ লেলহারিকে আনসার ঘাজওয়াত উল হিন্দ-এর চিফ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু এই জঙ্গিনেতা খতম হয়ে যাওয়ার পর আল কায়দার এই ইন্ডিয়ান মডিউলের আর কোনও নেতা থাকল না বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। অন্যদিকে অবন্তিপোরাতেও নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। তারা জইশ-ই-মহম্মদের সদস্য বলে অনুমান। অন্য দিকে নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখার খুব কাছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ের সময় শহিদ হয়েছে এক সেনা অফিসার। আরও পড়ুন: Marieke Vervoort: প্যারালিম্পিক সোনাজয়ী মার্কি ভেরভোর্তের স্বেচ্ছামৃত্যু, প্রতিবন্ধকতা হারানো সোনার মেয়ের শারীরিক যন্ত্রণার কাছে হার স্বীকার
বুধবার জম্মু ও কাশ্মীর পুলিশের DG দিলবাগ সিং (DGP Dilbag Singh) বলেন, "ত্রালে গতকাল আনসার ঘাজওয়াত উল হিন্দের তিন স্থানীয় জঙ্গি নিকেশ হয়েছে। তার আগে অনন্তনাগের একটি অভিযানে ৩ জঙ্গিকে খতম করা হয়েছে।" তিনি আরও বলেন, "আমরা তখনই সন্ত্রাসবাদ দমনের চেষ্টায় সফল হব যখন কাশ্মীরের স্থানীয় যুবকরা সন্ত্রাসবাদের পথ না নিয়ে শান্তির পথ বেছে নেবে।" তিনি আরও বলেন, "আনসার ঘাজওয়াত উল হিন্দ কাশ্মীর থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে।" তিনি জানান, লাইন অফ কন্ট্রোলের (LOC) কাছে টেরের লঞ্চিং প্যাডে পাকিস্তান সেনাবাহিনী এবং আইএসআই প্রচুর সংখ্যক জঙ্গিদের আনছে ও ভারতে হামলা চালাতে তাদের অনুপ্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে।