কাশ্মীর ইস্যু: ৩৭০ ধারাকে চ্যালেঞ্জের ১৪টি মামলা অক্টোবরে শুনবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ, সীতারাম ইয়েচুরিকে ভূ স্বর্গে যাওয়ার অনুমতি শীর্ষ আদালতের
কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ এবং বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের চ্য়ালেঞ্জ জানিয়ে করা ১৪টি মামলা শুনবেন পাঁচ সদস্যের বিচারপতিদের নিয়ে গড়া বেঞ্চে। অক্টোবরের প্রথম সপ্তাহে করা এই মামলাগুলি শুনবেন পাঁচ সদস্যের বিচারপতিদের গড়া বেঞ্চ।
নয়া দিল্লি, ২৮ অগাস্ট: কাশ্মীর ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। জম্মু-কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা রদ এবং বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার সিদ্ধান্তের চ্য়ালেঞ্জ জানিয়ে করা ১৪টি মামলা শুনবেন পাঁচ সদস্যের বিচারপতিদের নিয়ে গড়া সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে। এই মামলাগুলি অক্টোবরের প্রথম সপ্তাহে করা শুনবেন পাঁচ সদস্যের বিচারপতিদের গড়া বেঞ্চ। পাশাপাশি সিপিআইএম নেতা সীতারাম ইয়াচুরিকে জম্মু- কাশ্মীরে ঢুকতে দেওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। কাশ্মীরে বাম নেতা মহম্মদ ইউসুফ তারিগামির সঙ্গে দেখা করতে ভূ স্বর্গে যেতে পারবেন ইয়েচুরি। ইয়েচুরিকে ভূ স্বর্গে ঢুকতে দেওয়ার অনুমতি দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে,যে কোনও ভারতীয়র কাশ্মীরে যাওয়ার অধিকার রয়েছে।
দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই আবেদনগুলি গ্রহণ করলেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস এ বোবদ এবং এস আবদুল নাজির। আরও পড়ুন-প্রয়াত টলিউড অভিনেতা নিমু ভৌমিক, বাংলা চলচ্চিত্র মহলে শোকের ছায়া
প্রসঙ্গত, ন্যাশনাল কনফারেন্স (NC) , পিডিপি (PDP) সহ ভূ স্বর্গের বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠন দ্বিখণ্ডিত করার বিষয়ে কেন্দ্রের পদক্ষেপকে বেআইনি ও অসাংবিধানিক আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছছেন। পাশাপাশি, কাশ্মীর টাইমসের কার্যনির্বাহী সম্পাদক গণমাধ্যমের উপর থেকে প্রতিবন্ধকতা প্রত্যাহার করার বিষয়েও আবেদন জানিয়েছেন। বাম নেতা সীতারাম ইয়েচুরি জম্মু ও কাশ্মীরে আটক থাকা দলীয় নেতা মহম্মদ ইউসুফ তারিগামির মুক্তির জন্যেও আদালতে আবেদন করেছেন।