Karnataka : মহিলাকে অনাবৃত করে রাস্তায় ঘোরানোর অপরাধে কর্ণাটকে গ্রেফতার ৭

ঘটনায় গ্রেফতার ৭

প্রতীকী ছবি

মহিলাকে অনাবৃত করে ঘোরানোর জেরে কর্ণাটকে গ্রেফতার করা হল ৭ জনকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলাগাভীতে। জানা গেছে মহিলার ছেলে গ্রামেরই একটি মেয়েকে নিয়ে চলে যাওয়ার কারণে ৪২ বছরের ওই মহিলাকে অনাবৃত করে রাস্তায় ঘোরানো হয়।

ঘটনায় কর্ণটাকের মন্ত্রী জি পরমেশ্বর রেড্ডি জানিয়েছেন , পুলিশ গিয়ে দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতারও করা হয়েছে। পাশাপাশি পলাতক বালক ও বালিকা কোথায় রয়েছে তার খোঁজেও চলছে তল্লাশি।

ঘটনায় বিজেপি বিধায়ক ভরত শেট্টি জানিয়েছেন., ঘটনার বিরুদ্ধে বেলগাভিতে তারা একটি প্রতিবাদের আয়োজন করবেন সরকারী নীতি এবং আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিষয়টিতে প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের এক্স হ্যান্ডেলে, তিনি জানিয়েছেন , "অত্যন্ত বর্বর, এই ঘটনা সমস্ত সমাজকে কাঁপিয়ে দিয়েছে। আমাদের সরকার এই ধরনের কাজ একদম বরদাস্ত করবে না। ঘটনার জেরে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। নিগৃহীত পরিবর যাতে উপযুক্ত বিচার পায় এবং অপরাধীরা শাস্তি পায় সেটা দেখা আমাদের দায়িত্ব। "

 



@endif