Karnataka: প্রিয় চড়ুইয়ের শেষ বিদায়ে চোখে জল, কান্নায় ভেঙে পড়লেন গ্রামের মানুষ

ছোট্ট চড়ুইয়ের স্মৃতিতে তৈরি করা হয় সমাধি। প্রার্থনা সেরে গ্রামের প্রত্যেকে এক জায়গায় হাজির হন। এরপর নিজেদের মতো করে প্রার্থনা সেরে, খাওয়াদাওয়া করেন।

Sparrow (Photo Credit: Wikipedia)

বেঙ্গালুরু, ৯ ফেব্রুয়ারি:  প্রত্যেকদিন সকালে চিক্কাবাল্লাপুর জেলার বাসবপাটনা গ্রামে হাজির হত ছোট্ট চড়ুই। প্রত্যেকদিন সকালবেলা হলেই ছোট্ট বন্ধুর সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকতেন বাসবপাটনা গ্রামের বাসিন্দারা। সকালে ছোট ছোট খাবারের দানা থেকে শুরু করে,  যে যেমন পারেন তেমন খাবার দিতেন ছোট্ট বন্ধুকে। এভাবেই মিষ্টি সুরের টানে দিন কাটছিল বাসবপাটনা গ্রামের বাসিন্দাদের। তবে সুর কাটল গত ২৬ জানুয়ারি।

ওইদিন সকালে চড়ুইয়ের (Sparrow) সঙ্গে দেখা করতে যখন সকাল সকাল গ্রামবাসীরা হাজির, সেই সময় দেখতে পেলেন তাঁদের ছোট্ট বন্ধু আর নেই। অর্থাৎ ছোট্ট চড়ুইয়েরর দেহ পড়ে রয়েছে মাটিতে। ওইদিন কর্ণাটকের (Karnataka) বাসবপাটনা গ্রামের মানুষ চোখের জল ধরে রাখতে পারেননি।

আরও পড়ুন: Covid 19: করোনার পরের প্রজাতি ডেল্টা, ওমিক্রনের চেয়ে অনেক বেশি সংক্রামক হতে পারে, সতর্কতা হু-এর

ছোট্ট চড়ুইয়ের স্মৃতিতে তৈরি করা হয় সমাধি। প্রার্থনা সেরে গ্রামের প্রত্যেকে এক জায়গায় হাজির হন। এরপর নিজেদের মতো করে প্রার্থনা সেরে, খাওয়াদাওয়া করেন। সবকিছু মিলিয়ে বাসবপাটনা গ্রামের মানুষ তাদের প্রিয় চুড়ুইয়ের জন্য এখনও চোখের জল ফেলছেন। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। মানুষের সঙ্গে ছোট্ট পাখির বন্ধুত্বের এমন নিদর্শন ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।