Karnataka : কলেজে ঘনিষ্ট অবস্থার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায়, আত্মহত্যা ২ ছাত্রছাত্রীর

ঘটনার জেরে দুই পরিবারের পক্ষ থেকে দায়ের করা হয়েছে অভিযোগ

/Representative Image (Photo Credit: File Photo)

ঘনিষ্ট মূহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায়। যার জেরে প্রাণ হারাতে হল দুই কলেজ পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের দেবনাগরীতে। পুলিশ সূত্রে জানা গেছে, কলেজে দুজনের ঘনিষ্ট মূহূর্তের ছবি রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় কেউ বা কারা। ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই শুক্রবার মেয়েটি আত্মহত্যা করে। মেয়েটির মৃত্যুর খবর শুনে ছেলেটিও আত্মহত্যা করে।

ঘটনার পরে পরেই দুই পরিবারের পক্ষ থেকে পুলিশের অভিযোগ দায়ের করা হয়, না জানিয়ে ভিডিও তোলা এবং তা প্রচার করার জন্য জানানো হয় অভিযোগ।দেবনাগরীর এসপি কে অরুণ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

বেশ কিছুদিন আগেই কর্ণাটকের উদুপিতে ভিডিও তোলাকে কেন্দ্র করে বিতর্ক ছড়িয়েছিল যেখানে একটি বেসরকারী প্যারামেডিক্যাল কলেজে একটি ছাত্রীর বাথরুমে থাকা অবস্থায় ছবি তোলার কারণে ৩ জনকে সাসপেন্ড করা হয়।