Karnataka Shocker: মেয়ের প্রেমিকের মাকে নগ্ন করে পোলে বেধে নির্মম অত্যাচার, আতঙ্ক
কর্ণাটকের বলেন, কর্ণাটক সরকার এই ধরনের ঘটনা কখনও মেনে নেবে না। বেলাগভি কেন, রাজ্যের যে প্রান্তেই এই ধরনের ঘটনা ঘটুক না কেন, তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
বেঙ্গালুরু, ১১ ডিসেম্বর: কর্ণাটকে (Karnataka) ঘটে গেল ভয়াবহ ঘটনা। কর্ণাটকের বেলাগভিতে এক মহিলাকে নগ্ন করে, পোলেের সঙ্গে বেধে তাঁর উপর ভয়াবহ অত্যাচার করা হয়। যে ঘটনা প্রকাশ্যে আসতেই মুখ খোলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি বলেন, কর্ণাটক সরকার এই ধরনের ঘটনা কখনও মেনে নেবে না। বেলাগভি কেন, রাজ্যের যে প্রান্তেই এই ধরনের ঘটনা ঘটুক না কেন, তার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ধরনের ঘটনা সমাজের কলঙ্ক। কোনওভাবেই এইঅমানবিক কাজ মেনে নেওয়া হবে না বলে জানান সিদ্ধারামাইয়া (Siddaramaiah)।
আরও পড়ুন: Karnataka: কাবেরী জল বণ্টন ইস্যুতে অশান্ত কর্ণাটক, বেঙ্গালুরু বিমানবন্দরে বাতিল ৪৪টি উড়ান
রিপোর্টে প্রকাশ, যে মহিলাকে নগ্ন করে মারধর করা হয়,তাঁর ছেলে এক তরুণীর সঙ্গে পালিয়ে যান। ওই তরুণীর বাড়ির লোকজন এরপর যুবকের বাড়িতে হাজির হন। তাঁরাই ওই যুবকের মাকে ধরে মারধর করেন বলে অভিযোগ।