Karnataka Shocker: কর্নাটকে বাবা ও ছেলে-সহ বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত ৩ কৃষক

কর্নাটকে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল বাবা ও ছেলে-সহ তিন জন কৃষকের। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মাইসুরু জেলার টি নারাসিপুর তালুকের নীলাসোগে গ্রামে।

Representational Image | (Photo Credits: PTI)

মাইসুরু: কর্নাটকে (Karnataka) বিদ্যুৎপৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল বাবা ও ছেলে-সহ তিন জন কৃষকের (farmers)। রবিবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে মাইসুরু (Mysuru) জেলার টি নারাসিপুর তালুকের (T Narasipur taluk) নীলাসোগে (Neelasoge) গ্রামে। মৃতদের নাম রাচে গৌড়া (৬০), হরিশ (৩৩) ও মহাদেবস্বামী (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে মাঠে কৃষি কাজের জন্য গিয়েছিলেন রাচে গৌড়া। সেসময় চাষের মাঠে পড়ে থাকা বিদ্যুতের তার পায়ে (stepped) লেগে আচমকা তড়িদাহত হয়ে সেখানেই লুটিয়ে তিনি। বাবাকে এভাবে পড়ে যেতে দেখে বাঁচাতে যান তাঁর ছেলে মহাদেবস্বামী। কিন্তু, তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন।

তাঁদের বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে মারা যান ওই স্থানে থাকা হরিশও। এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। কীভাবে কৃষির জমিতে এভাবে বিদ্যুতের তার পড়ে থাকে প্রশাসনের কাছে তার জবাব দাবি করেন।

শুধু তাই নয়, বিদ্যুত বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা এই ঘটনার খবর পেলেও কেন তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছননি তার উত্তর জানতে চান। ইতিমধ্যে টি নারাসিপুর পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।