Ganesh Chaturthi Celebrations: সুপ্রিম রায়, পুলিশি দুর্গে পরিণত বেঙ্গালুরুর ঈদগাহ ময়দান

বেঙ্গালুরুর ইদগাহর মাঠে (Idgah Maidan in Bengaluru) গণেশ পুজোতে ১৫০০ পুলিশ মোতায়েন করল কর্ণাটক সরকার। প্রসঙ্গত উল্লেখ্য চামারাজানগরের এই ইদগাহর মাঠে গণেশ পুজো করার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট।

Idgah Maidan (Photo Credit- PTI)

বেঙ্গালুরু, ৩১ অগাস্ট:  বেঙ্গালুরুর ইদগাহর মাঠে (Idgah Maidan in Bengaluru) গণেশ পুজোতে ১৫০০ পুলিশ মোতায়েন করল কর্ণাটক সরকার। প্রসঙ্গত উল্লেখ্য চামারাজানগরের এই ইদগাহর মাঠে গণেশ পুজো করার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। তাও পুলিশ সবরকম সুরক্ষার বন্দোবস্ত করেছে।এদিন ২১জন সহকার্স পুলিশ কমিশনার, ৪৭জন ইন্সপেক্টর, ১৩০জন সাব-ইন্সপেক্টর, ১২৬ জন সহ সাব-ইন্সপেক্টর এবং ৯০০ জন কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে এবং তাঁদের নেতৃত্ব দেবেন ডিসিপি। আরও পড়ুন-Ganesh Chaturthi 2022: কর্ণাটক হাইকোর্টের নির্দেশ মেনে ঈদগাহে চলছে গণেশপুজো, দেখুন ছবি

একটি সম্পূর্ণ ব়্যাপিড অ্যাকশন ফোর্সও মোতায়েন করা হয়েছে, যাতে আছেন ১২০জন কর্মী, ১০০ জনের একটি বিশেষ অ্যামুনিশন এক্সপার্ট, কর্ণাটক রাজ্য রিজার্ভ পুলিশের প্লাটুন, যাতে কোনওরকম দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হলে তা এড়ানো যায়।

পুলিশ আগেই এই অঞ্চলে নিরাপত্তার ব্যাবস্থায় আছে এবং বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠকও করেছে। চামারাজানগরের বাসিন্দাদের ফোরাম জানিয়েছেন যে তাঁরা সুপ্রিম কোর্টের আদেশ মেনেই পুজো না করার সিদ্ধান্ত নিয়েছে। তারা এর আগে পুজো করার দাবি জানিয়ে অনেক লড়াই করেছে। কিন্তু অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট।

এই ফোরামের সভাপতি রেম গোয়াডা জানিয়েছেন তাঁরা লড়াই চালিয়ে যাবেন এবং তিনি নিশ্চিত যে সামনের বছরে ইদগাহর মাঠে বড় করে পুজো হবে। বেঙ্গালুরুর হুব্বলির ইদগাহর মাঠে পুজো হচ্ছে এবং সেখানেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ।