Renukaswamy Murder Case: সাজতে চেয়েছিলেন জেলবন্দি পবিত্রা গৌড়া, মেক-আপ করার অনুমতি দেওয়ার অভিযোগে বিপাকে পড়লেন মহিলা পুলিশ অফিসার

রেনুকাস্বামীর ওপর নারকীয় অত্যাচার ও তাঁকে খুনের জন্য দর্শনকে (Darshan Thoogudeepa) প্ররোচিত করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পবিত্রা গৌড়া (Pavithra Gowda)। সম্প্রতি রেনুকাস্বামী হত্যা মামলায় তিনি এবং তাঁর পার্টনার কন্নড় সুপারস্টার দর্শন থুগুদীপাকে গ্রেফতার করে পুলিশ। আপাতত দুজনেই জেলবন্দি রয়েছেন। কিন্তু এই জেলবন্দি অবস্থাতেও মেক আপ করতে ব্যস্ত পবিত্রা। আর সেই কারণে এক মহিলা সাব-ইনস্পেক্টরের কাছে তিনি আবেদনও করেন। আর আশ্চর্যের বিষয় হচ্ছে কর্ণাটক পুলিশের ওই কর্তব্যরত অফিসার নাকি পবিত্রার জন্য মেক আপ করার অনুমতিও দেন। আর এই বিষয়টি সামনে আসতেই উর্ধ্বতন কর্তৃপক্ষ ওই মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে নোটিশ জারি করেছে।

প্রসঙ্গত, নিজের ভক্তকে খুন করে বর্তমানে জেলে রয়েছেন সুপারস্টার দর্শন থুগুদীপা। অভিযোগ, একটি ওষুধের দোকানের কর্মচারী রেনুকাস্বামী দর্শনের বিশেষ বান্ধবী পবিত্রা গৌড়াকে ইনস্টাগ্রামে ভুলভাল মেসেজ করেন। আসলে দর্শন একজন বিবাহিত, তবে তিনি তাঁর স্ত্রী ও ছেলেকে ছেড়ে পবিত্রার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক শুরু করেছিলেন। যা একজন ভক্ত হিসেবে মেনে নিতে পারছিলেন না  দর্শন। সেই কারণেই পবিত্রাকে অশালীন মেসেজ করেন রেনুকাস্বামী

আর তাতেই রেগে গিয়ে নিজের ফ্যান ক্লাবের কয়েকজন সদস্যকে টাকা দিয়ে রেনুকাস্বামীকে অপহরণ করেন দর্শন। আর তারপরেই তাঁর সঙ্গে অকথ্য অত্যাচার চালায় তাঁরা, সঙ্গে ছিলেন খোদ সুপারস্টারও। অন্যদিকে, রেনুকাস্বামীর ওপর নৃশংস অত্যাচার তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন পবিত্রা। শেষে ওই যুবকের মৃত্যু হলে  একটি নদর্মার পাশে দেহ ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।



@endif