Karnataka Shocker: হোটেলের রুমে প্রেমিকার সঙ্গে একান্তে খুনে অভিযুক্ত, বাইরে পাহারা দিচ্ছে পুলিশ!

খুনে অভিযুক্ত ধৃতকে (Murder Accused) প্রেমিকার সঙ্গে হোটেলে খাকার সুবিধা করে দিল খোদ পুলিশই (Police)। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) ধারওয়াদ (Dharwad) শহরে। জানা গিয়েছে, হত্যা মামলার অভিযুক্ত বাচ্চা খানকে (Bachcha Khan) শনিবার ধারওয়াদের একটি আদালতে হাজির করার জন্য নিয়ে এসেছিল বালারি পুলিশ। আদালতে হাজির করার পর ফিরে যাওয়ার আগে অভিযুক্তকে তার প্রেমিকের সঙ্গে একটি হোটেলে থাকার সুযোগ করে দেওয়া হয়। হোটেলের ঘরের পাহারায় থাকেন খোদ পুলিশ কর্মীরাই।

Police | Representative Image (Credits: Pexels)

ধারওয়াদ, ২১ অগাস্ট: খুনে অভিযুক্ত ধৃতকে (Murder Accused) প্রেমিকার সঙ্গে হোটেলে খাকার সুবিধা করে দিল খোদ পুলিশই (Police)। চমকে ওঠার মতো ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) ধারওয়াদ (Dharwad) শহরে। জানা গিয়েছে, হত্যা মামলার অভিযুক্ত বাচ্চা খানকে (Bachcha Khan) শনিবার ধারওয়াদের একটি আদালতে হাজির করার জন্য নিয়ে এসেছিল বালারি পুলিশ। আদালতে হাজির করার পর ফিরে যাওয়ার আগে অভিযুক্তকে তার প্রেমিকের সঙ্গে একটি হোটেলে থাকার সুযোগ করে দেওয়া হয়। হোটেলের ঘরের পাহারায় থাকেন খোদ পুলিশ কর্মীরাই।

বাচ্চা খানের প্রেমিকা বেঙ্গালুরু থেকে আসেন। তিনি আগে থেকেই হোটেলের রুমে অপেক্ষা করছিলেন। যাইহোক, ঘটনাটি জানাজানি হওয়ার পর হুবল্লি গোকুলা রোড থানার পুলিশ তদন্তে নামে। তারা এই ঘটনার যাবতীয় তথ্য সংগ্রহ করে অভিযানে নামে। আরও পড়ুন: Kanpur: বান্ধবীর সঙ্গে একই গাড়িতে, হাতেনাতে ধরা পড়ে স্ত্রীর জুতোপেটা খেলেন বিজেপি নেতা! দেখুন ভিডিও

তদন্তকারীরা অভিযান চালিয়ে বাচ্চা খানকে তাদের হেফাজতে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। ইরফান ওরফে ফল ইরফান হত্যা মামলায় হুব্বলি থেকে গ্রেফকার করা হয়েছিল বাচ্চা খানকে।