Karnataka : খরা এবং বন্যায় আর্থিক সাহায্য পাওনা নিয়ে উদ্বিগ্ন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে
বন্যা এবং খরা কবলিত এলাকায় আর্থিক সাহায্যে নিয়ে কেন্দ্র উদাসীন বলে রাজ্যসভায় অভিযোগ করেন মল্লিকার্জুন খাড়গে
বেশ কিছু রাজ্যে বন্যা এবং খরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। সাম্প্রতিক কালে কর্ণাটকে খরা নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন তিনি। রাজ্যের ২২৬ টি তালুকের মধ্যে ২২৩ টি তালুক খরার কারণে ব্যপক প্রভাবিত হয়েছে সে বিষয়ে জানান তিনি। কোন কোন ক্ষেত্রে ফসল খারাপ হওয়ার পরিমান ৪০ থেকে ৯০ শতাংশ।
ফসল খারাপ হওয়ার কারণে কর্ণাটকে মোট ক্ষতির পরিমান দাড়িয়েছে ৩৫১৬২.০৫ কোটি টাকা।এই পরিস্থিতিকে সামলানোর জন্য বিপর্যয় মোকাবিলা দফতর থেকে ১৮১৭১ কোটি টাকা আর্থিক সাহায্য চেয়েছে।
এছাড়াও খাড়গে জানিয়েছেন যে বৃষ্টিপাতের পরিমান কম হওয়ার কারণে জলাধারের জলও কমতে শুরু করেছে। বিগত ৫ বছরের সবথেকে কম জল সঞ্চিত হয়ে রয়েছে জলাধারগুলিতে।
আগামীদিনে সাধারণ মানুষের পানীয় জলের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সরকারের পক্ষ থেকে চাষীদের সাহায্যে করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে রাজ্যসভায় জানিয়েছেন তিনি।
চেয়ারম্যানকে তিনি জানান শুধু মাত্র খরা নয় বন্যা পরিস্থিতিও দেশে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সমস্যা। তামিলনাড়ু এবং কেরালা বন্যা পরিস্থিতির শিকার। কেন্দ্রকে এই বিষয়ে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর তরফে জানানো হলেও কোন উত্তর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।