Karnataka Hindu Mahasabha Chief Arrested: শিল্পপতিকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল কর্ণাটক হিন্দু মহাসভার প্রধানকে
কাভুরের (Kavoor) বাসিন্দা শিল্পপতি সুরেশ (Suresh) অভিযুক্ত রাজেশ পবিত্রনের সঙ্গে ব্যবসার অংশীদার হওয়ার কথা ভাবছিলেন। তবে সুরেশ, পবিত্রনের কার্যকলাপ সম্পর্কে সন্দেহ প্রকাশ করার পরে পিছু হটে্ন।
দক্ষিণ কান্নাড়া (কর্ণাটক):এক শিল্পপতিকে হুমকি ও চাঁদাবাজির চেষ্টার অভিযোগে কর্ণাটক হিন্দু মহাসভার রাজ্য সভাপতি রাজেশ পবিত্রনকে (Rajesh Pavithran) গ্রেফতার করল কর্নাটক পুলিশ। পুলিশ জানিয়েছে, কাভুরের (Kavoor) বাসিন্দা শিল্পপতি সুরেশ (Suresh) অভিযুক্ত রাজেশ পবিত্রনের সঙ্গে ব্যবসার অংশীদার হওয়ার কথা ভাবছিলেন। তবে সুরেশ, পবিত্রনের কার্যকলাপ সম্পর্কে সন্দেহ প্রকাশ করার পরে পিছু হটে্ন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার ল্যাপটপ জোর করে নিয়ে যায়। আরও অভিযোগ, চাঁদাবাজির টাকা ও সোনা দাবি করেন পবিত্রন। টাকা না দিলে তার অঙ্গ কেটে দেওয়া হবে বলেও হুমকি দেন তিনি। অভিযুক্ত সভাপতি শিল্পপতিকে হুমকি দেন যে, সে তার ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করবে। এরপর সুরেশ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই রিপোর্ট তৈরি করে অভিযুক্তকে গ্রেফতার করে সুরতহাল (Surathkal) পুলিশ।