Nirmala Sitharaman: হাইকোর্টে স্বস্তি! নির্মলার বিরুদ্ধে নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজি মামলার তদন্তে স্থগিতাদেশ

সেই সঙ্গে এও জনানো হয়েছে, আদালতের পরবর্তী শুনানি পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। ২২ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

Nirmala Sitharaman (Photo Credits: X)

নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির মামলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) সহ বিজেপির শীর্ষ স্থানীয় নেতাদের স্বস্তি দিল কর্ণাটক হাইকোর্ট। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে তদন্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে আদালত। সেই সঙ্গে এও জনানো হয়েছে, আদালতের পরবর্তী শুনানি পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে। ২২ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

জনাধিকার সংগ্রাম সংগঠনের তরফে আদর্শ আইয়ার নামে এক ব্যক্তি বেঙ্গালুরুর একটি আদালতে অভিযোগ করেন, সীতারামন (Nirmala Sitharaman) এবং বিজেপির অন্যান্য শীর্ষ স্থানীয় নেতৃত্বরা  নির্বাচনী বন্ডের ছদ্মবেশে একটি তোলাবাজির চক্র চালাচ্ছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই শনিবার নির্মলার বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দেয় আদালত।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে নির্বাচনী বন্ডের মাধ্যমে তোলাবাজির এফআইআর দায়ের হওয়ার পরেই তাঁর পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রী সভা থেকে নির্মলার ইস্তফার দাবি জানান।