Karnataka: নির্বাচনী প্রচারের সময় কর্নাটকের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা জি পরমেশ্বরের উপর পাথর ছুঁড়ল দুষ্কৃতীরা, দেখুন ভিডিয়ো

শুক্রবার কর্নাটকের কোরাটাগেরে বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারের কাজে গেছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা জি পরমেশ্বর।

Photo Credits: ANI

টুমাকুরু: শুক্রবার কর্নাটকের (Karnataka) কোরাটাগেরে বিধানসভা (Koratagere constituency) এলাকায় নির্বাচনী প্রচারের (Election campaigning) কাজে গেছিলেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী (Karnataka Former Deputy CM) ও কংগ্রেস নেতা জি পরমেশ্বর (Congress leader G Parameshwara)।

সেখানে প্রচার করার সময় তাঁর উপর ভিড়ের মধ্যে থাকা জনতার মধ্যে থেকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি পাথর (stones) ছোঁড়ে বলে অভিযোগ। এর জেরে মাথায় গুরুতর চোট (head injury) পান কংগ্রেস নেতা জি পরমেশ্বর।

পরে তাঁর চিকিৎসা করেন আক্কিরামপুরার (Akkirampura) প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের (primary health centre) স্বাস্থ্য আধিকারিক। বতর্মানে তাঁর অবস্থা ভালো রয়েছে। তবে আরও চিকিৎসার জন্য ওই কংগ্রেস নেতাকে টুমাকুরুর (Tumakuru) শ্রী সিদ্ধার্থ মেডিকাল কলেজে (Sri Siddhartha Medical College) স্থানান্তরিত করা হয়েছে। আরও পড়ুন: Tej Pratap Yadav: বাবার বাড়ি ফেরার আনন্দে পাটনার রাস্তায় সাইকেল চালাচ্ছেন লালুপুত্র তেজপ্রতাপ, ভিডিয়োতে শুনুন তাঁর বক্তব্য

দেখুন ভিডিয়ো: