Narendra Modi: 'কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে মোদীকে...', প্রধানমন্ত্রীকে হুমকি, FIR

রসুল কাদরির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ২৫-এর ১-এর বি ধারায় দায়ের করা হয়েছে এফআইআর। পাশাপাশি মহম্মদ রসুল কাদরির বিরুদ্ধে অস্ত্র আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

PM Narendra Modi (Photo Credit: Facebook)

বেঙ্গালুরু, ৫ মার্চ: প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীকে (Narendra Modi) হুমকি দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করা হল মহম্মদ রসুল কাদরি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। রিপোর্টে প্রকাশ, মহম্মদ রসুল কাদরি নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে হুমকি দেয়, কেন্দ্রে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে নরেন্দ্র মোদী 'সাবধান'। এমনকী কংগ্রেস (Congress) সরকার ক্ষমতায় এলে রসুল কাদরি নামে ওই ব্যক্তি 'নরেন্দ্র মোদীকে হত্যারও হুমকি দেয়' বলে অভিযোগ। যা প্রকাশ্যে আসতেই রসুল কাদরি নামে ওই ব্যক্তির বিরুদ্ধে কর্ণাটকের ইয়াদগিরি সুরপুর থানায় দায়ের করা হয় এফআইআর।

দেখুন ট্যুইট...

 

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো শেয়ার করে রসুল, দেখুন...

 

আরও পড়ুন: Narendra Modi: 'প্রধানমন্ত্রী বড় ভাইয়ের মত', তেলাঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রীর গলায় মোদীর প্রশংসা

রসুল কাদরির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫, ২৫-এর ১-এর বি ধারায় দায়ের করা হয়েছে এফআইআর। পাশাপাশি মহম্মদ রসুল কাদরির বিরুদ্ধে অস্ত্র আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর। ঘটনার পরপরই ইয়াদগিরি থানার পুলিশ সুরপুরে তল্লাশি অভিযান শুরু করে। সেই সঙ্গে হায়দরাবাদের একাধিক জায়গাতেও রসুল কাদরির খোঁজ পুলিশ শুরু করেছে বলে খবর।