Narendra Modi Video: '৯১বার কংগ্রেস আমায় অপমান করেছে', 'বিষধর সাপ' মন্তব্য বিতর্কে কটাক্ষ মোদীর

সম্প্রতি কর্ণাটকে প্রচারে হাজির হয়ে মোদীকে কু-কথায় বিদ্ধ করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, 'মোদী বিষধর সাপের মত।' খাড়গের ওই মন্তব্য নিয়ে যখন জোর বিতর্ক শুরু হয়, সেই সময় বিজেপির এক বিধায়ক সোনিয়াকে কু-কথায় বিদ্ধ করেন।

Narendra Modi (Photo Credit: ANI)

বেঙ্গালুরু, ২৯ এপ্রিল: 'কংগ্রেস এবার ফের নতুন করে আমাকে অপমান করতে শুরু করেছে। প্রত্যেকবার কংগ্রেস আমাকে অপমান করে। এই নিয়ে ৯১বার কংগ্রেস আমায় অপমান করেছে। তবে কংগ্রেসের যত ইচ্ছা আমায় অপমান করুক, আমি কর্ণাটকের মানুষের জন্য কাজ করে যাব।' কর্ণাটকে বিধানসভা নির্বাচনে প্রচারে এবার এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের বিদার জেলায় প্রচারে হাজির হয়ে কু-কথা বিতর্কে হাত শিবিরের বিরুদ্ধে এভাবেই তোপ দাগেন প্রধানমন্ত্রী মোদী।

সম্প্রতি কর্ণাটকে প্রচারে হাজির হয়ে মোদীকে কু-কথায় বিদ্ধ করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, 'মোদী বিষধর সাপের মত।' খাড়গের ওই মন্তব্য নিয়ে যখন জোর বিতর্ক শুরু হয়, সেই সময় বিজেপির এক বিধায়ক সোনিয়াকে কু-কথায় বিদ্ধ করেন। কর্ণাটকের ওই বিজেপির বিধায়ক সোনিয়া গান্ধীকে 'বিষকন্যা' বলে পালটা কটাক্ষ করেন।

ফলে কর্ণাটকে ভোটের উত্তাপ যত বাড়ছে, তত চড়ছে রাজনৈতিক নেতাদের কু-কথার বেগ।