Prajwal Revanna Sex Scandal: যৌন কেলেঙ্কারি কাণ্ডে প্রজ্জ্বল রেভান্নাকে গ্রেফতারের নির্দেশ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার, জারি ব্লু কর্নার নোটিশ
যত দিন যাচ্ছে ততই একটার পর একটা বিস্ফোরক অভিযোগ উঠে আসছে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত কর্ণাটকে বিজেপি-র শরিক দল জেডি (এস)-এর সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে।
বেঙ্গালুরু, ৪ মে: যত দিন যাচ্ছে ততই একটার পর একটা বিস্ফোরক অভিযোগ উঠে আসছে যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত কর্ণাটকে বিজেপি-র শরিক দল জেডি (এস)-এর সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে। শতাধিক মহিলার সঙ্গে যৌনতার ভিডিয়ো পেন ড্রাইভে রাখা প্রাক্তন প্রধানমন্ত্রী এইচি দেবগৌড়ার পৌত্র প্রজ্জ্বল-কে দ্রুত গ্রেফতারির নির্দেশ দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যেভাবে একটার পর একটা ঘটনা সামনে আসছে, প্রজ্জ্বলের যৌন নির্যাতন কাণ্ড গোটা দেশকে লজ্জায় ফেলে দিচ্ছে।
প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারি, যৌন হেনস্থা কাণ্ডে বিশেষ তদন্তকারী দল (সিট)-এর সঙ্গে বৈঠকে হাসানের সাংসদকে গ্রেফতারির নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কুটনৈতিক পাসপোর্ট নিয়ে ভোট মিটতেই প্রজ্জ্বল এখন জার্মানিতে রয়েছেন। প্রজ্জ্বলের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ জারির কথা ভাবা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন নির্যাতিত মহিলাদের সুবিচারের দাবিতে প্রজ্জ্বল রেভান্নার কঠোর শাস্তি চেয়ে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী সিদ্দারাইমাইকে।
প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া পৌত্র সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে কয়েকশো মহিলাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এদিন, তার দলেরই এক নেত্রী নতুন করে আরও একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর স্বামীকে গুলি করার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করেন প্রজ্জ্বল, এমন অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেন জেডি (এস) নেত্রী। এমনকী ধর্ষণের ভিডিয়ো রেকর্ডিংও করেন প্রজ্জ্বল। এমন অভিযোগও প্রজ্জ্বলের বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে।