IPL Auction 2025 Live

Karnataka: জিকা ভাইরাসের থাবা কর্ণাটকে, আক্রান্ত ব্যক্তিকে নিয়ে চাঞ্চল্য

৩০ জন অন্তঃসত্ত্বা মহিলার শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান চিকাবাল্লাপুরের স্বাস্থ্য আধিকারিক এস এস মহেশ। তিনি বলেন, যাঁদের মধ্যে ৬ জনের শরীরে জিকার উপসর্গ দেখা গিয়েছে।

Zika Virus (Photo Credit: Wikimedia Commons)

কর্ণাটকে জিকার থাবা। কর্ণাটকের চিকাবাল্লাপুর জেলায় এক ব্যক্তির জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার খনর মিলছে। কর্ণাটকের স্বাস্থ্য দফতরের আধিকারিক জানান, জিকা থাবা বসাতে শুরু করেছে কি না, তা জানতে মোট ১০০ জনের শরীর থেকে স্যাম্পেল জোগাড় করা হয়েছে। যার মধ্যে চিকাবাল্লাপুর থেকে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। চিকাবাল্লাপুর থেকে যে ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়, তাঁদের মধ্যে একজন পজিটিভ বলে জানা যাচ্ছে। ওই এক ব্যক্তির শরীরেই জিকা ভাইরাস থাবা বসিয়েছে বলে খবর।

এসবের পাশাপাশি ৩০ জন অন্তঃসত্ত্বা মহিলার শরীর থেকেও নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান চিকাবাল্লাপুরের স্বাস্থ্য আধিকারিক এস এস মহেশ। তিনি বলেন, যাঁদের মধ্যে ৬ জনের শরীরে জিকার উপসর্গ দেখা গিয়েছে। তবে এখনও নমুনা পরীক্ষার ফল হাতে মেলেনি। হাতে এলেই বোঝা যাবে জিকা থাবা বসিয়েছে কি না।

মহেশ আরও জানান, পরপর ৩ দিন ধরে যাঁরা জ্বরে আক্রান্ত,তাঁরা পরীক্ষা করান। ডেঙ্গিতে যে উপসর্গের দেখা মেলে, জিকার ক্ষেত্রেও সেই একই উপসর্গ চোখে পড়ছে বলে জানানো হয় স্বাস্থ্য আধিকারিকের তরফে।