Kargil Vijay Diwas 2024: 'প্রক্সি ওয়ার চালাচ্ছে পাকিস্তান', জম্মু কাশ্মীর থেকে জঙ্গিদের কড়া সতর্কতা প্রধানমন্ত্রীর

সন্ত্রাসবাদ, জঙ্গিদের সমর্থকদের মনের ইচ্ছা কখনও পূরণ হবে না। শত্রুদের শক্ত এবং যোগ্য জবাব দেওয় হবে বলে কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান থেকে কড়া সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়।

Narendra Modi (Photo Credit: ANI/Twitter)

শ্রীনগর, ২৬ জুলাই: কার্গিল দিবস দিবসে (Kargil Vijay Diwas) জম্মু কাশ্মীরে (Jammu And Kashmir) হাজির হয়ে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রী বলেন, অতীতে একাধিক ঘৃণ্য চেষ্টায় বিফল হয়েছে পাকিস্তান। তা সত্ত্বেও ভারতের পড়শি দেশ অতীত থেকে কোনও সিক্ষা নেয়নি। গত ২৫ বছর আগে কার্গিল যুদ্ধে পাকিস্তানকে উচিত শিক্ষা দেয় ভারত। তা সত্ত্বেও এখনও পর্যন্ত পাকিস্তান সমানভাবে প্রক্সি ওয়ার চালাচ্ছে। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দিচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদ এবং প্রক্সি ওয়ারের মাধ্যমে পাকিস্তান নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা চালাচ্ছে বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী।

সন্ত্রাসবাদ, জঙ্গিদের সমর্থকদের মনের ইচ্ছা কখনও পূরণ হবে না। শত্রুদের শক্ত এবং যোগ্য জবাব দেওয় হবে বলে কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান থেকে কড়া সুর শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়।

কার্গিল বিজয় দিবসের অনুষ্ঠান থেকে দৃপ্ত কণ্ঠে মোদী বলেন, তিনি এমন এক জায়গা থেকে কথা বলছেন, যেখান থেকে সন্ত্রাসবাদের মাথারা তাঁর গলা শুনতে পাচ্ছে। তবে সন্ত্রাসবাদীদের মনের ইচ্ছা কখনও পূরণ হবে না। ভারতের সেনা বাহিনী সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেবে বলেও নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগেন মোদী।



@endif