Kanpur Rape: ১৮ বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণের পর রাস্তায় ছুঁড়ে পালালো ধর্ষক
যোগী আদিত্যনাথের রাজ্যে আরও একবার মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। কানপুরের বাবুপুরওয়া অঞ্চলে এক ১৮ বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হল। মেয়েটি বাজার করতে যাচ্ছিল।
কানপুর, ১৮ জুলাই: Kanpur Rape-যোগী আদিত্যনাথের রাজ্যে আরও একবার মহিলাদের নিরাপত্তা প্রশ্নের মুখে। কানপুরের বাবুপুরওয়া অঞ্চলে এক ১৮ বছরের মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হল। মেয়েটি বাজার করতে যাচ্ছিল। রীতিমত নিখুঁত পরিকল্পনা করে মেয়েটিকে ভুল বুঝিয়ে ভ্যান করে তুলে নিয়ে গিয়ে সদ্য ১৮ বছরে পা দেওয়া মেয়েটিকে অপহরণ করে এক ব্যক্তি। তারপর ফাঁকা এক জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে সেই ব্যক্তি। তারপর মেয়েটিকে রাস্তায় ফেলে যায় সেই ব্যক্তি। আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে জলের তলায় মুম্বই, মৃত্যু ১৫ জনের, বন্ধ লোকাল ট্রেন চলাচল
পুলিশের দাবি, এক ঘণ্টার মধ্যে তদন্তের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ইনস্পেকটর দেবেন্দ্র বিক্রম সিং জানান, 'অভিযুক্ত ব্যক্তি কোনও কিছুর লোভ দেখিয়ে মেয়েটিকে ডেকে আনে। তারপর জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে সেই অভিযুক্ত ধর্ষণের পর মেয়েটিকে রাস্তায় ফেলে আসে।'