Kanjhawala Death Case: কানঝাওয়ালার দুর্ঘটনার সময় স্কুটিতে ছিল আরও একটি মেয়ে, ঘটনাস্থলে তদন্তে গিয়ে জানাল পুলিশ

দিল্লি পুলিশ তদন্তে জানিয়েছে ওই ঘটনার সময় ওই কিশোরী তাঁর স্কুটিতে একা ছিল না। দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিল আরও একটি মেয়ে। সে আহত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নিহতের পা গাড়িতে আটকে যায়, পরে তাকে টেনে নিয়ে যায় ওই অভিযুক্তদের গাড়ি।

Kanjhawala Death Case Photo Credit: Twitter@ANI

সুলতানপুরী থানার কানঝাওয়ালার ২০ বছর বয়সী অঞ্জলি সিংয়ের মৃত্যুর ঘটনা সাড়া ফেলেছে প্রায় গোটা দেশেই। দুর্ঘটনার দিন রাত ২ টোয় অফিস থেকে বাড়ি ফিরছিলেন তরুণী। সেই সময়ই ঘটে গেল এত বড় বিপত্তি। তাঁর স্কুটিতে এসে ধাক্কা মারে একটি মারুতি সুজুকি বেলেনো। তারপর তাঁর শরীর ওই গাড়ির নীচে জড়িয়ে যায়। সেই অবস্থাতেই বেহুঁশের মতো তাঁকে টেনে হিঁচড়ে প্রায় ঘণ্টা খানেক নিয়ে যায় ওই গাড়িটি। দুর্ঘটনাস্থল থেকে ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে নগ্ন দেহ উদ্ধার হয় তরুণীর।

এই মৃত্যুর ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।দিল্লি পুলিশ এখন অভিযুক্তদের বয়ান এবং প্রাপ্ত তথ্য-প্রমাণ মিলিয়ে নিচ্ছে, তারপর তদন্তে স্পষ্ট হবে অভিযুক্তরা সত্য বলছে নাকি গল্প অন্য কিছু। এরই মধ্যে বিষয়টিতে এসেছে নতুন মোড়। এই ঘটনায় যে নতুন ঘটনাটি ঘটেছে তা হল, সেদিন অঞ্জলির সঙ্গে স্কুটিতে আরও একটি মেয়ে ছিল।

দিল্লি পুলিশ তদন্তে জানিয়েছে ওই ঘটনার সময় ওই কিশোরী তাঁর স্কুটিতে একা ছিল না। দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিল আরও  একটি মেয়ে। সে আহত হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নিহতের পা গাড়িতে আটকে যায়, পরে তাকে টেনে নিয়ে যায় ওই অভিযুক্তদের গাড়ি।

ময়নাতদন্তের রিপোর্টঃ-

ফরেনসিক বিশেষজ্ঞরা সোমবার দিল্লির কানঝাওয়ালা এলাকায় মৃত তরুণীর দেহের ময়নাতদন্ত করেন। তবে ঘটনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যাতে দেখা যায় মেয়েটির নগ্ন দেহ এবং তার পা ভাঙা। ফুটেজে আরও দাবি করা হয়েছে যে ওই তরুণীকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তবে পুলিশ এখনও অবধি একটি দুর্ঘটনা বলেই জানিয়েছে।