Kanhaiya Kumar: ক্ষমা চেয়ে নারীশক্তির প্রশংসায় পঞ্চমুখ কানহাইয়া কুমার
ভুল স্বীকার করলে মানুষ কখনও ছোট হয়ে যায় না। তা আরও একবার প্রমাণ করলেন কানহাইয়া কুমার। কয়েকদিন আগে লাইভ টিভিতে এক ডিবেট শো'তে গিয়ে বলা নিজের পুরুষতান্ত্রিক মন্তব্যের জন্য ভুল স্বীকার করে নেন তিনি। যারফলে খুবই প্রশংসিত হন। শত শত মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধায় ছেয়ে যায় কানহাইয়ার একটা ভুলস্বীকার।
ভুল স্বীকার (Apologies) করলে মানুষ কখনও ছোট হয়ে যায় না। তা আরও একবার প্রমাণ করলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar)। কয়েকদিন আগে লাইভ টিভিতে এক ডিবেট শো'তে (Debate Show) গিয়ে বলা নিজের পুরুষতান্ত্রিক মন্তব্যের জন্য ভুল স্বীকার করে নেন তিনি। যারফলে খুবই প্রশংসিত হন। শত শত মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধায় ছেয়ে যায় কানহাইয়ার একটা ভুল স্বীকার।
ডিবেট শো'তে (Debate Show) গিয়ে তিনি বিপক্ষে থাকা ব্যক্তিটিকে বলেছিলেন,"আপনি হাতে চুড়ি পরেছেন নাকি?" এই মন্তব্যের পর তুমুল বিতর্কের ঝড় উঠেছিল। বহু মহিলা তাঁর বিরুদ্ধে পুরুষতান্ত্রিকতার অভিযোগ তোলে। এরপর এক সভামঞ্চে গিয়ে ক্ষমাপ্রার্থী হন। তিনি বলেন,"আমি যে জেলায় জন্মগ্রহন করেছি তার জন্য গর্বিত। যদিও এখানে থেকে কিছু ভুলও শিখে যাই। আমরা মহিলাদের সমান সম্মান দিতে শিখি না। তাই আমিও ভুল করেছি। আমরা মহিলাদের যথার্থ সম্মান করি না। আজ গোটা দেশজুড়ে প্রতিবাদের জোয়ার এসেছে তার অগ্রণী ভূমিকায় রয়েছেন মহিলারাই। এখানে চুড়ি দুর্বলতা নয় শক্তির প্রতীক।"
আরও পড়ুন, তিনবার প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন জ্যোতি বসু
বর্তমানে কানহাইয়া কুমার রাজনীতির জগতে উদীয়মান তারকা হয়ে উঠছে। বেগুসরাইয়ের থেকে নির্বাচনে লড়ার সময়ই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। তাঁর বক্তৃতায় আকৃষ্ট হয়েছে বহু যুব সম্প্রদায়। তাঁর মত নেতাকে দেশের প্রধানমন্ত্রীর আসনে বসার দাবিও করেছিলেন অনেকেই। কিন্তু নিজের লোকসভায় কেন্দ্র থেকে হেরে যান তিনি। তবে প্রতিবাদ, আন্দোলনে বারবার নিজেকে উন্মুক্ত করেছেন তিনি। জাতীয় সংবাদমাধ্যমগুলোর একটি পরিচিত মুখ হয়ে গেছেন তিনি। তাই ডিবেট শো থেকে বুদ্ধিজীবীদের রাজনৈতিক আলোচনার একটি পরিচিত মুখ হয়ে উঠেছেন কানহাইয়া কুমার।