Kamal Haasan, Bharat Jodo Yatra: পদ্মবিরোধে কমল প্রাপ্তি, রাহুলের ভারত জড়ো যাত্রায় এবার কমল হাসান

ভারত-জোড়ো যাত্রায় দিন যত এগোচ্ছে ততই সমর্থন বাড়ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায়। পূজা ভাট থেকে অমল পালেকর, রিয়া সেন-স্বরা ভাস্কর থেকে রেশমি দেশাই। একের পর এক সেলেব রাহুলের ভারত জোড়ো যাত্রায় পায়ে পা মিলিয়েছেন।

Rahul Gandhi (Photo Credit: Twitter)

ভারত-জোড়ো যাত্রায় দিন যত এগোচ্ছে ততই সমর্থন বাড়ছে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রায়। পূজা ভাট থেকে অমল পালেকর, রিয়া সেন-স্বরা ভাস্কর থেকে রেশমি দেশাই। একের পর এক সেলেব রাহুলের ভারত জোড়ো যাত্রায় পায়ে পা মিলিয়েছেন। ক দিন আগে রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন রঘুরাম রাজনও রাহুলের যাত্রায় হাঁটলেন।

একশো দিন পেরিয়ে আরও গতি পাচ্ছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায়। এবার আগামী ২৪ ডিসেম্বর দিল্লিতে কংগ্রেসে ভারত জোড়ো যাত্রায় যোগ দিচ্ছেন বিখ্যাত অভিনেতা কমল হাসান। রাহুল গান্ধীর প্রশংসা করে পদ্ম-বিভূষণ জয়ী কমল হাসান ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার ঘোষণা করলেন। আরও পড়ুন-জয়পুরের ৫ তারা হোটেলে নগ্ন মহিলার তাণ্ডবে নাজেহাল কর্মীরা(দেখুন ভিডিও)

গত, শুক্রবার ভারত জোড়ো যাত্রা একশো দিনে পা দেয়। গত বছর ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা। ১৫০ দিন ধরে ৩৫৭০ কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে কংগ্রেসের এই ভারত জড়ো যাত্রা। উদ্দেশ্য হল, বিজেপি-র বিভেদের রাজনীতির বিরোধিতা করে গোটা দেশকে দল, ধর্ম, বর্ণের বিভেদ করে এক হয়ে লড়া। তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় পাড়ি দেওয়ার পর রাহুলদের যাত্রা এখন রাজস্থানে এগিয়ে চলেছে। এবার হরিয়ানা, উত্তরপ্রদেশ, দিল্লি, পঞ্জাবের পর রাহুলের যাত্রা ঢুকে পড়ার কথা পূর্ব ভারতে।

ইতিমধ্যেই ভারত জড়ো যাত্রা দেশের প্রায় আড়াই হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। প্রতিদিন প্রায় ২৩ কিলোমিটার এগিয়ে চলেছে এই যাত্রা। রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস নেতা-কর্মীরা এই পদযাত্রায় সাধারণ মানুষের সঙ্গে মিশছেন, দেখছেন দেশের পরিস্থিতি।



@endif