IPL Auction 2025 Live

Kallakurichi Hooch Tragedy: তামিলনাড়ুর কাল্লাকুরিচির বিষমদকাণ্ডে মৃত বেড়ে ৫৭, উদ্বিগ্ন রাজ্য ও জেলা প্রশাসন

যাঁরা যাঁরা ওই বিষমদ পান করেছিলেন, সকলকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলাশাসক। ভবিষ্যতে যাতে তাঁদের কোনও শারীরিক সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

Hooch Tragedy Update Photo Credit: Twitter@ANI

তামিলনাড়ুর কাল্লাকুরিচির বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৭। এছাড়া অসুস্থ হয়ে পড়া বেশ কিছু বাসিন্দার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বিষমদ কাণ্ডে রাজ্যের নানা জায়গার হাসপাতালে ১৬৫ জনকে ভর্তি করা হয়েছিল।তাঁদের মধ্যে কাল্লাকুরিচি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পর্যন্ত ৩১ জন মারা গিয়েছেন। সালেমের সরকারি মোহন কুমারমঙ্গলম মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৮ জন; সরকারি ভিল্লুপুরম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৪ জন এবং পুদুচেরির জওহরলাল ইনস্টিটিউট অফ স্নাতকোত্তর মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ-এ মারা গেছেন তিনজন।

রবিবার সকালে কাল্লাকুরিচি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৯ জন, তাঁদের মধ্যে ৭ জন মহিলা। যাঁরা যাঁরা ওই বিষমদ পান করেছিলেন, সকলকে যত দ্রুত সম্ভব চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন জেলাশাসক। ভবিষ্যতে যাতে তাঁদের কোনও শারীরিক সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।