Kailash Gahlot: ১১২ কোটির ইডি দুর্নীতি তদন্তের চাপেই আপ ছাড়লেন কৈলাশ গেহলট, বিজেপিতে যোগ দেওয়া ছাড়া উপায় নেই, দাবি সঞ্জয় সিংয়ের
নিজের ইচ্ছায় নয়, বিজেপির চাপেই আম আদমি পার্টি ছেড়েছেন শীর্ষ নেতা তথা দিল্লির পরিবেশ ও পরিবহণ মন্ত্রী কৈলাশ গেহলট। তাঁকে দলত্যাগে বাধ্য করতে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করেছে বিজেপি।
নতুন দিল্লি, ১৭ নভেম্বর: নিজের ইচ্ছায় নয়, বিজেপির চাপেই আম আদমি পার্টি ছেড়েছেন শীর্ষ নেতা তথা দিল্লির পরিবেশ ও পরিবহণ মন্ত্রী কৈলাশ গেহলট (Kailash Gahlot)। তাঁকে দলত্যাগে বাধ্য করতে কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করেছে বিজেপি। এমন দাবিই করলেন আপ সাংসদ সঞ্জয় সিং। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়ার পর আপের সবচেয়ে বড় নেতা কৈলাশ গেহলেটের দলত্যাগ নিয়ে দিল্লির রাজনীতিতে বড় শোরগোল পড়ে গিয়েছে। যে কোনও দিন দিল্লি বিধানসভা ভেঙে ভোটে যেতে পারেন কেজরিওয়াল। এমন জল্পনার মাঝে আপের 'কৈলাশে কেলেঙ্কারি'নিয়ে দেশের রাজধানীর বুকে নানা জল্পনা উঠে আসছে। আপ সাংসদ সঞ্জয় সিং এক সময় তাঁর ঘনিষ্ঠ নেতা কৈলাশ গেহলেটর দল ছাড়া নিয়ে বললেন," আপ ও দিল্লির মন্ত্রী কৈলাশ গেহলেটের পদত্যাগ বিজেপির নোংরা রাজনীতি ও ষড়যন্ত্রের অংশ। ওর বাড়িতে বিজেপি ইডি অভিযান, তল্লাশী করেছিল। আয়কর দফতরকেও কাজে লাগানো হয়েছিল ওর বিরুদ্ধে। বিজেপি ওপর বিরুদ্ধে ১১২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে ইডি ও আয়কর দফতরকে কাজে লাগাচ্ছে। আপ না ছাড়লে দুর্নীতির অভিযোগে কৈলাশকে গ্রেফতার করা হত। তাই ওর বিজেপি-তে যোগ দেওয়া ছাড়া উপায় ছিল না।" প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়াল, মণীস সিসোয়িদার পাশাপাশি সঞ্জয় সিং-কেও জেল খাটতে হয়েছিল।
দল ছাড়ার আগে থেকেই দিল্লি সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন গেহলট। নিজের পদত্যাগ পত্রে মন্ত্রী অভিযোগ তোলেন, আপ এখন আম আদমির স্বার্থ ভুলে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ব্যস্ত।
গেহলটের দলত্যাগ নিয়ে বিস্ফোরক দাবি সঞ্জয় সিংয়ের
অরবিন্দ কেজরিওয়াল জামিন থেকে জেল থেকে ছাড়া পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তখন কেজরির উত্তরসূরি হিসেবে কৈলাশ গেহলেট-কে বাছা হবে বলে জল্পনা ছিল। কিন্তু কৈলাশকে না করে দিল্লির সিংহাসনে অতীশী বসান কেজরিওয়াল। অতীশীর মন্ত্রিসভায় পরিবহণ ও পরিবেশ মন্ত্রক পান গেহলট। তখন থেকেই কেজরির সঙ্গে কৈলাশের দূরত্ব তৈরি হয়েছিল বলে খবর।
এদিকে, মন্ত্রী হিসেবে গেহলটের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন আপ মুখ্যমন্ত্রী অতিশী (Atishi)। নিজের পদত্যাগ পত্রে কেজরির দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন কৈলাস (Kailash Gahlot)। তিনি লেখেন, সাম্প্রতিক সময়ে দিল্লিতে নানা লজ্জার বিষয়ে সামনে আসছে। যা প্রত্যেককে ভাবতে বাধ্য করছে এখনও কি আম আদমি পার্টির উপরে আমাদের ভরা রাখা উচিৎ! নিজের পদত্যাগপত্রে যমুনা দূষণের প্রসঙ্গও উল্লেখ করেছেন তিনি। লেখেন, যমুনা নদীকে পরিচ্ছন্ন নদীতে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লি সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। এখন সেই যমুনা নদীই (Yamuna River) সবচেয়ে দূষিত হয়ে পড়ে রয়েছে। এত দূষণ আগে কখনও দেখা যায়নি।