Kailash Gahlot: চাপে পড়ে বিজেপিতেই যোগ কৈলাসের? আপ ছেড়ে পদ্মে পা দিয়ে কী বললেন দিল্লির মন্ত্রী

আপ থেকে পদত্যাগের পরের দিনই পদ্মে যোগ দেন কৈলাস। সোমবার দিল্লিতে বিজেপির অফিসে বসে তিনি বললেন, কারুর চাপে তিনি দলবদলের সিদ্ধান্ত নেননি।

Kailash Gahlot (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৭ নভেম্বর: বিজেপির 'চাপে' আপ (AAP) ছেড়েছেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট (Kailash Gahlot), শুরু থেকেই আম আদমি পার্টির দলের শীর্ষ নেতারা সেই অভিযোগ তুলেছেন। বিজেপিতে (BJP) যোগ দিয়ে সেই অভিযোগ ওড়ালেন মন্ত্রী। আপ থেকে পদত্যাগের পরের দিনই পদ্মে যোগ দেন কৈলাস। সোমবার দিল্লিতে বিজেপির অফিসে বসে তিনি বললেন, কারুর চাপে তিনি দলবদলের সিদ্ধান্ত নেননি।

আপ থেকে পদত্যাগ করেছেন দিল্লির মন্ত্রী কৈলাস গেহলট (Kailash Gahlot)। রবিবার মুখ্যমন্ত্রী অতিশীকে (Atishi) নিজের পদত্যাগপত্র ধরান তিনি। দিল্লি সরকার নিজের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ, সেই অভিযোগ তুলে দল ছেড়েছেন আপ মন্ত্রী। নিজের পদত্যাগ পত্রে কেজরির দলের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন কৈলাস (Kailash Gahlot)। তিনি লেখেন, 'সাম্প্রতিক সময়ে দিল্লিতে নানা লজ্জার বিষয়ে সামনে আসছে। যা প্রত্যেককে ভাবতে বাধ্য করছে এখনও কি আম আদমি পার্টির উপরে আমাদের ভরসা রাখা উচিৎ!' কেবল পদত্যাগ পত্রেই নয়, দলত্যাগের আগে থেকেই দিল্লি সরকারের সমালোচনায় মুখরিত হয়েছিলেন গেহলট।

রবিবার আপ থেকে পদত্যাগ আর সোমবার বেলায় দিল্লিতে বিজেপি অফিসে হাজির হন কৈলাস। দুপুরের আগেই পদ্ম শিবিরে যোগ দেন তিনি। কৈলাসের (Kailash Gahlot) দলত্যাগের সিদ্ধান্তকে শুরু থেকেই 'বিজেপির চাপ' বলে মন্তব্য করে আসছেন আপের শীর্ষ নেতারা। তাঁদের অভিযোগ, কৈলাসের বিরুদ্ধে ১১২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনে ইডি ও আয়কর দফতরকে কাজে লাগাচ্ছে বিজেপি (BJP)। আপ না ছাড়লে দুর্নীতির অভিযোগে কৈলাশকে গ্রেফতার করা হত। তাই বিজেপি-তে যোগ দেওয়া ছাড়া তাঁর কোন উপায় ছিল নেই। তবে আপের সেই অভিযোগ উড়িয়ে গেহলট বলেন, 'রাতারাতি এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। যারা ভাবছেন কারুর চাপে পড়ে আমি এমন সিদ্ধান্ত নিয়েছি তাঁদের আমি জানাতে চাই, আমি আজ পর্যন্ত কারুর চাপে পড়ে কোন কাজ করিনি'।

কী বললেন দিল্লির মন্ত্রী, শুনুন... 

দিল্লির নাফাজগড় বিধানসভার বিধায়ক এবং রাজ্যের পূর্ণ মন্ত্রী ছিলেন কৈলাস গেহলট। বছর ৫০-এর কৈলাস পেশায় আইনজীবী। দিল্লির পরিবহণ এবং পরিবেশ মন্ত্রকও সামলেছেন তিনি। কেজরিওয়ালের মুখ্যমন্ত্রীত্বে বহু গুরু দায়িত্বও সামলেছেন তিনি।