Joshimath: মানুষের জীবনের বিনিময়ে উন্নয়ন নয়, যোশীমঠ ইস্যুতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন

যোশীমঠের মানুষের সম্পত্তি ও জীবন বিপদের মুখে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইলেন এক ধর্মীয় গুরু।

Supreme Court (Photo Credit: Wikimedia Commons)

যোশীমঠ: ক্রমশ বড় হচ্ছে যোশীমঠ (Joshimath) ইস্যু। দেবতার বিচরণভূমি হিসেবে খ্যাত উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় সরকারি উন্নয়নের নামে জনজীবন ও প্রকৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছে। এবার যোশীমঠের মানুষের (People of Joshimath) সম্পত্তি (property) ও জীবন (life) বিপদের (Danger) মুখে অভিযোগ জানিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ (SC intervention) চাইলেন (plea) এক ধর্মীয় গুরু (religious leader)। অবিলম্বে এই এলাকায় উত্তরাখণ্ড সরকারের (Uttarakhand government) পরিকাঠামো তৈরি তড়িঘড়ি বন্ধ করার অনুরোধ করলেন।

স্বামী অভিমুকুটেশ্বরানন্দ সরস্বতী (Swami Avimukteshwaranand Saraswati) নামে ওই ধর্মীয় গুরু উল্লেখ করেছেন, উন্নয়ন ও পরিকাঠামোর নামে সরকারি কর্মযজ্ঞের (reparation work) ফলে যোশীমঠের বিস্তীর্ণ অঞ্চলে ভূমিধ্বস নামছে, এলাকার স্থানচ্যুতি ঘটছে, পাহাড় ও নিচের জমিতে ফাটল ধরছে, কিছু কিছু জায়গায় মাটি দুভাগ হয়ে ভেঙে পড়ছে বাসিন্দাদের বাড়ি।

তাঁর কথায়, "এই সমস্ত ঘটনা জাতীয় বিপর্যয়ের (National disaster) সামিল। তাই তিনি সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রককে (National disaster Management)-কে নির্দেশ দেওয়ার যে এই কঠিন সময় তারা যেন যোশীমঠের বাসিন্দাদের সাহায্য করে। তাঁদের পাশে দাঁড়ায়। মানুষের জীবনের বিনিময়ে উন্নয়নের দরকার নেই (No development is needed at the cost of human life।"



@endif