জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা থেকে ধৃত দুই সন্দেহজনক লস্কর জঙ্গি, উদ্ধার চাইনিজ গ্রেনেড-সহ একাধিক সরঞ্জাম

শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, বান্দিপোরার সুমলার এলাকা থেকে লস্কর-ই-তইবার সঙ্গে সম্পর্ক থাকা দুই সন্দেহজনক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আবরার আহেমদ ওয়ানি ও দানিশ পারভেজ। ধৃতদের কাছ থেকে দুটি চাইনিজ গ্রেনেড ও আপত্তিকর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্তও শুরু করা হয়েছে।

প্রতীকী ছবি

বান্দিপোরা: জম্মু ও কাশ্মীরের (Jammu & Kashmir) বান্দিপোরার (Bandipora) সুমলার (Sumlar) এলাকা থেকে দুই সন্দেহজনক লস্কর জঙ্গিকে (suspected terrorist associates linked with LeT) গ্রেফতার (arrest) করল পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি চাইনিজ গ্রেনেড (Chinese grenades) ও একাধিক আপত্তিকর সরঞ্জাম (incriminating materials) বাজেয়াপ্তও করা হয়েছে।

শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, বান্দিপোরার সুমলার এলাকা থেকে লস্কর-ই-তইবার সঙ্গে সম্পর্ক থাকা দুই সন্দেহজনক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম আবরার আহেমদ ওয়ানি ও দানিশ পারভেজ। ধৃতদের কাছ থেকে দুটি চাইনিজ গ্রেনেড ও আপত্তিকর সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্তও শুরু করা হয়েছে। আরও পড়ুন: Corona Virus: দেশে বাড়ছে করোনার দাপট, কোভিড পরীক্ষায় জোর দিতে রাজ্যগুলিকে লিখল আইসিএমআর