পাকিস্তান থেকে কাশ্মীরে অনুপ্রবেশের ছক বানচাল, কুপওয়ারাতে খতম এক জঙ্গি
বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে এক জঙ্গির মৃতদেহ, একটি একে সিরিজের রাইফেল, একটি লাইট অটোমেটিক আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন, দুটি গ্রেনেড ও টাকা উদ্ধার হয়েছে।
কুপওয়ারা: পাকিস্তান থেকে কাশ্মীরে অনুপ্রবেশের (infiltration) সময় এক জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা (Indian Army) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের (J&K police) যৌথ বাহিনী। তার বাকি দুই সঙ্গী জখম অবস্থায় পাকিস্তানে পালিয়ে গেছে বলে জানা গেছে প্রশাসন সূত্রে। ১৫ ও ১৬ তারিখের মাঝে রাতে এই ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা (Kupwara) জেলার সাইদপোরা (Saidpora) এলাকার তাঙ্গধার সেক্টরে (Tangdhar sector)।
এপ্রসঙ্গে শ্রীনগর থেকে প্রতিরক্ষা দফতরের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, বুধবার মাঝরাতে পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরের (PoJK) দিক থেকে তিনজন জঙ্গি সীমান্ত টপকে ভারতে (India) আসার চেষ্টা করছিল। বিষয়টি দেখতে পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ গুলি চালাতে শুরু করে। এর ফলে ঘটনাস্থলেই খতম হয় এক জঙ্গি। আর তার বাকি দুই সঙ্গী জখম অবস্থায় রাতের অন্ধকারে ফের পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে এক জঙ্গির মৃতদেহ, একটি একে সিরিজের রাইফেল, একটি লাইট অটোমেটিক আগ্নেয়াস্ত্র, ৬টি ম্যাগাজিন, দুটি গ্রেনেড ও টাকা উদ্ধার হয়েছে।