Jharkhand: বান্ধবীর সঙ্গে হোস্টেলে আত্মহত্যা জুনিয়র চিকিৎসকের, রাঁচির আবাসনে চাঞ্চল্য

রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ক্যাম্পাসে এক জুনিয়র চিকিৎসক তাঁর বান্ধবীর সঙ্গে হোস্টেলের নম্বর ৪-এর তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যু হয়েছে জুনিয়র ডাক্তারের। তবে মহিলার অবস্থা আশঙ্কাজনক।

প্রতীকী ছবি (Photo Credit: File)

হোস্টেলের আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) জুনিয়র চিকিৎসক (Junior Doctor)। ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের (Rajendra Institute of Medical Sciences) ক্যাম্পাসে এক জুনিয়র চিকিৎসক তাঁর বান্ধবীর সঙ্গে হোস্টেলের নম্বর ৪-এর তৃতীয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। মৃত্যু হয়েছে জুনিয়র ডাক্তারের। তবে মহিলার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের ইমারজেন্সি ট্রমা কেয়ারে চিকিৎসা চলছে মহিলার। ঘটনায় আবাসিক চিকিৎসকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে তদন্তের ভিত্তিতে বিশদে জানা যাবে প্রকৃত ঘটনা আসলে কি।

হোস্টেলের আবাসিক চিকিৎসকেরা জানাচ্ছে, মৃত জুনিয়র চিকিৎসকের নাম আকাশ। তিনি রিমস-এর (RIMS) পিজি দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। রবিবার রাতে আত্মহত্যার ঘটনাটি ঘটে। রাত সাড়ে ১০টা নাগাদ ওই জুনিয়র ডাক্তার এবং মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাঁদের তৎক্ষণাৎ উদ্ধার করে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও আকাশকে বাঁচানো যায়নি। তাঁর বান্ধবী পল্লবী প্রাণে বেঁছে গিয়েছেন।

বান্ধবীর সঙ্গে আত্মঘাতী জুনিয়র চিকিৎসক... 

জুনিয়র চিকিৎসকেরা আরও জানাচ্ছেন, আকাশের সঙ্গে যে মহিলা ঝাঁপ দিয়েছিলেন তিনি রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের ছাত্রী নন। আকাশের সঙ্গে পল্লবীর সম্পর্কের কথা কানাঘুষো তাঁরা শুনেছিলেন। তবে তাঁর বিষয়ে বিশদে কেউই কিছু জানেন না।



@endif