Jharkhand: ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণ, জখম হলেন ১১ CRPF জওয়ান
আইইডি বিস্ফোরণে (IED Blast) জখম হলেন সিআরপিএফ(CRPF)–এর ১১ জন জওয়ান।
২৮মে,২০১৯: আইইডি বিস্ফোরণে (IED Blast) জখম হলেন সিআরপিএফ(CRPF)–এর ১১ জন জওয়ান। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর ৪.৫৩ মিনিটে ঝাড়খণ্ডের (Jharkhand) কুচাই এলাকার সরাইকেল্লায়। ঝাড়খণ্ড পুলিস সূত্রে খবর, এদিন ভোরে গোপন সূত্রে সরাইকেল্লায় মাওবাদী গতিবিধির খবর পেয়ে অভিযানে গিয়েছিল সিআরপিএফ–এর ২০৯ কোবরা ব্যাটেলিয়ন এবং ঝাড়খণ্ড পুলিস। অভিযান চলাকালীন আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা(Maoist)। বিস্ফোরণে গুরুতর জখম হন সিআরপিএফ–এর আট জওয়ান এবং পুলিসের তিন কর্মী। তাঁদের অবস্থা আশঙ্কাজনক থাকায় সকাল ৬.৫২ মিনিট নাগাদ ১১ জনকেই এয়ারলিফ্ট করে রাঁচির হাসপাতালে ভর্তি করা হয়েছে।