Jharkhand Horror: 'ডাইনি' অপবাদে নির্মমভাবে পিটিয়ে খুন ৩ মহিলাকে, ঝাড়খণ্ডে মর্মান্তিক ছবি
পুলিশ সূত্রে খবর, রাঁচির রনডিহা গ্রামে বেশ কয়েকদিন ধরে সাপের কামড়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। অভিযোগ, সাপের কামড়ে মৃত্যুর জন্য দায়ি রনডিহার ওই ৩ মহিলা। তাঁদের ডাইনি বিদ্যার মাধ্যমে গ্রামে কালো ছায়া নেমে এসেছে, এই সন্দেহের বশেই ৩ জনকে ধরে আনা হয়। এরপর ওই ৩ মহিলাকে টেনেহেঁচড়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
রাঁচি, ৬ সেপ্টম্বর: 'ডাইনি' অপবাদে পিটিয়ে মারা হল ৩ মহিলাকে। এমনই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াল ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচিতে (Ranchi)। ঘটনার জেরে পরপর ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে এক মহিলার স্বামী এবং ছেলে, দুজনকে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে আরও ১৩ জনকে আটক করা হয়েছে বলে খবর মেলে। পরে জানা যায়, যাঁদের আটক করা হয়েছে, তার মধ্যে ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাঁচির রনডিহা গ্রামে বেশ কয়েকদিন ধরে সাপের কামড়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। অভিযোগ, সাপের কামড়ে মৃত্যুর জন্য দায়ি রনডিহার ওই ৩ মহিলা। তাঁদের ডাইনি বিদ্যার মাধ্যমে গ্রামে কালো ছায়া নেমে এসেছে, এই সন্দেহের বশেই ৩ জনকে ধরে আনা হয়। এরপর ওই ৩ মহিলাকে টেনেহেঁচড়ে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Pakistan: পয়গম্বরের অপমান হলেই 'শিরশ্ছেদ', পাকিস্তানের মসজিদে প্রশিক্ষণ তরুণীদের, ভিডিয়ো ঘিরে হইচই
৩ মহিলার মৃত্যু হলে, স্থানীয় এলাকায় একটি পাহাড়ের নীচে তাঁদের দেহ ছুঁড়ে ফেলা হয়। রবিবার ২ মহিলার দেহ খুঁজে পাওয়া যায়। বাকি একজনের দেহ মেলে সোমবার। এরপরই ঘটনা জানাজানি হলে, পুলিশ তদন্ত শুরু করে প্রথমে ১৩ জনকে আটক করে। পরে সেখান থেকে গ্রেফতার করা হয় ৮ জনকে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।